India Alliance: এক মঞ্চে মমতা-সীতারাম! পঞ্চায়েতে ‘পার্টিজান’ ছেলেকে হারিয়ে ক্ষোভে ফুঁসছে বাম পরিবার – india alliance initiative opposed by family of late cpim leader of raiganj


বেঙ্গালুরুতে অবিজেপি জোটের মেগা বৈঠক। ১৭ ও ১৮ জুলাই মোট ২৬টি দল বৈঠকে যোগ দেন। একমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি। রাজ্যে কুস্তি, কেন্দ্রে দোস্তির এই থিয়োরিতে সাংঘাতিক অসন্তুষ্ট তৃণমূল স্তরের বাম কর্মী সমর্থকেরা। লুকোতে পারলেন না ক্ষোভ। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল সিপিআইএম কর্মী মনসুর আলমের। ছেলের মৃত্যুর মাস পুরোতে না পুরোতে এভাবে দলের হাইকম্যাণ্ডকে রাজ্যের রাজনৈতিক শত্রুর সঙ্গে এক মঞ্চে দেখে ক্ষুব্ধ ব্যথিত ওই সিপিআইএম প্রার্থীর পরিবার।

INDIA Vs NDA : ‘ইন্ডিয়া’ কি হতে পারবে ভারতের ভবিষ্যৎ?

মনসুরের পরিবারের সেই ক্ষত এখন দগদগে। ছেলের মৃত্যুর প্রায় একমাস। তারই মধ্যে বেঙ্গালুরুতে এক টেবিলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে দেখে মর্মাহত মনসুরের পরিবার। তারা বোঝে না জাতীয় রাজনীতি। যাদের হাতে তার ছেলের মৃত্যু হয়েছে তাদের সঙ্গে দহরম-মহরম ঘনিষ্ঠতা কোনওভাবেই মেনে নিতে পারছে না ওই পরিবার।

Mamata Banerjee : কুৎসা হলে পুজোর নৈবেদ্য দেবো: মমতা

সর্বভারতীয় স্তরে প্রধানমন্ত্রী হিসেবে কোন মুখকে তুলে না ধরে মানুষকে ভাঁওতা দেওয়ার জন্য বৈঠক করছেন বলে মনে করছেন নিচু তলার এই সাধারণ কর্মীরা। এই বৈঠক তারা মেনে নিতে পারছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, ”পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হামলায় সিপিএম এবং কংগ্রেসের কর্মীরা মারা যাচ্ছেন। আজ সেই তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে সিপিআইএম এবং কংগ্রেসের নেতারা বৈঠক করছেন।” মোদীর এই বক্তব্যকে সমর্থন করেছে নিহত সিপিআইএম মনসুরের দাদু মহম্মদ গিয়াসুদ্দিন।

Amartya Sen:’ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন…’, বিরোধী জোট নিয়ে মন্তব্য অমর্ত্য সেনের

উল্লেখ্য,গত ১৫ জুন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় চোপড়া ব্লকের কাঁঠালবাড়ি গ্রামে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছিল মনসুর আলম নামে এক সিপিএম কর্মী। গত ২২ জুন শিলিগুড়িতে মনসুরের মৃত্যু হয়। শাসক দলের নেতারা এই ঘটনায় যুক্ত থাকায় পুলিশ ঘটনার তদন্তে অনীহা দেখাচ্ছেন বলে অভিযোগ মৃত নেতার পরিবারের। তারা ছেলেকে হত্যার ঘটনায় বিচার থেকে বঞ্চিত মনসুরের পরিবার। ঘটনার একমাস কাটতে না কাটতে সর্বভারতীয় নেতারা ঘাতক তৃণমূল কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠককে ভালোভাবে নিতে পারছেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *