Kalyani Expressway : সম্প্রসারণের ফলে বেহাল রাস্তা, কল্যাণী এক্সপ্রেসওয়েতে অবরোধ বাসিন্দাদের – kalyani expressway blocked by local residents in protest of road conditions


কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফোর লেন করার কাজ চলছে বহুদিন ধরে। এই রাস্তা সম্প্রসারণের কাজ চলার ফলে সমস্যায় পড়েছেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। অভিযোগ, কল্যাণী এক্সপ্রেসওয়েতে কোনও সিগন্যালিং ব্যবস্থা নেই, ট্রাফিক পুলিশ নেই, গ্রাম সংলগ্ন হাইওয়ের রাস্তাও বেহাল অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে স্থানীয়দের কেউ অসুস্থ হলে তাঁদের হাসপাতালে নিয়ে যেতে অসুবিধায় পড়তে হয়। বাচ্চাদের স্কুল পাঠাতে সমস্যা হয়, বাচ্চাদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। এই রাস্তা দ্রুত পুনঃনির্মাণের দাবি করছেন স্থানীয় গ্রামবাসীরা।

Jalpaiguri News : টানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি, বেহাল নিকাশি ব্যবস্থায় ক্ষুব্ধ নগরবাসী
কিন্তু কোনও ফল না হওয়ায় তাঁরা বুধবার সকালে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখেন। যার জেরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাঁরা ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে রাস্তা করে দেওয়ার দাবি করেন। এই অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসেন সদ্য নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য শুকুর আলি।

Kolkata Traffic Update Today : শনিবারেও যানজটে ঠাসা কলকাতার রাস্তা? ট্রাফিক নিয়ে বড় আপডেট
তিনিও অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। সেই সঙ্গে তিনি ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গেও কথা বলে গ্রামবাসীদের সমস্যা বোঝানোর চেষ্টা করেন। এরপর ঘটনাস্থলে রহড়া থানার পুলিশ ও সোদপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

Bhangar News : ভাঙড়ে অবরোধের হাতিয়ার কাঠের গুঁড়ি বাজেয়াপ্ত বন দফতরের
এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্য শুকুর আলি বলেছেন, ‘এটা দীর্ঘদিনের এক সমস্যা। কারণে বেশ অনেকদিন ধরেই এখানে ফোর লেন হওয়ার কাজ চলছে। সেই কারণে ধৈর্য হারিয়ে মানুষ আজ অবরোধ করেছেন। ন্যাশনাল হাইওয়ে অথরিটি খুব তাড়াতাড়ি কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন’।

স্থানীয় বাসিন্দা ও অবরোধকারী আনসার আলি দাবি করে বলেন, ‘যখন এখানে রাস্তার কাজ শুরু হল, তখন ন্যাশনাল হাইওয়ে অথরিটি বলেছিল বেশিদিন লাগবে না কাজ শেষ হতে। কিন্তু গত বছরে ডিসেম্বর থেকে শুরু করে এখনও পর্যন্ত এই রাস্তা সম্প্রসারণের কাজ চলছেই। যার ফলে চূড়ান্ত সমস্যায় পড়ছি আমরা।

Barddhaman Junction : বর্ধমানে সিগনাল বিভ্রাট! বিঘ্নিত ট্রেন চলাচল, মাঝপথে দাঁড়িয়ে বন্দেভারত
অনেকদিন ধরে আবেদন নিবেদন করার পরে কাজ না হওয়ায় আজ বাধ্য হয়ে আমরা সবাই অবরোধ করলাম’। উল্লেখ্য, কলকাতা, হাওড়া ও সংলগ্ন এলাকায় যানজট কাটাতে বড়সড় পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। ২০০ কিলোমিটারের একটি হাইস্পিড করিডর তৈরির প্রস্তাব নেওয়া হয়েছে।

যা কলকাতা, হাওড়া এবং দুই ২৪ পরগনাকে জুড়ছে। আর সেই কারণেই চলছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফোর লেন করার কাজ। কিন্তু বারবার অভিযোগ উঠছে কাজে ঢিলেমি দেওয়ার। যার ফলে সমস্যায় পড়ছেন আশেপাশের বাসিন্দারা, তাঁদের দাবি এমনই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *