Kolkata Municipal Corporation : শহরের আরও পাঁচ পথে কেব্‌ল ভূগর্ভে – kolkata municipal corporation has informed that it is aimed to complete the work of underground cable line through 5 roads within 8 months


এই সময়: শহরজুড়ে যত্রতত্র কেবল টিভি, ইন্টারনেট তার সরানো হবে। মাস ছয়েকের মধ্যেই শেষ হবে পুরো পক্রিয়া-বছর দেড়েক আগে এমনই ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। কিন্তু, উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এখনও রয়ে গেছে তারের জঞ্জাল। এতে শহরের সৌন্দর্যই ধাক্কা খাচ্ছে এমন নয়, অগ্নিকাণ্ডের আশঙ্কাও অনেক বেশি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার নেপথ্যেও এই তারগুলিও দায়ী। পাশাপাশি, ঝুলে থাকা তারের জেরেই ক্ষতি হচ্ছে বাতিস্তম্ভেরও।

Sufal Bangla : আনাজের দামে স্বস্তি দিতে আরও ‘সুফল বাংলা’ স্টল, উদ্যোগী কলকাতা পুরসভা
কিছুদিন আগেই ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ভবানীপুরের বাসিন্দা তনিমা চট্টোপাধ্যায় অভিযোগ করেন,’কলকাতার মতো শহরে তারের জঞ্জাল শুধু সৌন্দর্যর পথে বাধা হচ্ছে না। এমনভাবে তার গুলি রাস্তায় পড়ে থাকে যে অনেক পথচারীও দুর্ঘটনার কবলে পড়েন।’ পুর অধিবেশনেও সম্প্রতি বউবাজার এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দে এই বিষয়টি নিয়ে সরব হন। তিনি আর্জি রাখেন, ঠিকমতো পরিকল্পনা করে এগোলেই সমস্যার সমাধান সম্ভব। অনেক শহরেই মাটির তলা দিয়ে ইন্টারনেট, কেবল তার নিয়ে যাওয়ার জন্য ভুগর্ভস্থ পথ তৈরি করা হয়েছে। কিন্তু, কলকাতাতে তা সম্ভব হচ্ছে না কেন?

Kolkata Municipal Corporation : ৭ ঘণ্টা ডিউটি, নইলে অ্যাবসেন্ট!
পুরসভার বিদ্যুৎ বিভাগের কর্তাদের বক্তব্য, হরিশ মুখার্জি রোডে একমাত্র পাইলট প্রোজেক্ট হিসেবে ৭ কিমি রাস্তায় মাটির তলায় যাবতীয় কেবল লাইন নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কিন্তু, বাকি রাস্তায় তা সম্ভব হচ্ছে না কেব্‌ল টিভি অপাটেরদের সহযোগিতার অভাবে। তবে, গত দেড় বছরে শহরজুড়ে থাকা ডেড কেবল(অব্যবহৃত তার) সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি পুরসভার।

Kolkata Municipal Corporation : শহরে বাড়ছে পথকুকুরের দৌরাত্ম্য, জেরবার পুরসভা
কেব্‌ল-ইন্টারনেটের তার মাটির তলা দিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন ৫টি রাস্তা চিহ্নিত করা হয়েছে বলে দাবি পুর কর্তাদের। ফুটপাথের তলা দিয়ে নিয়ে যাওয়া হবে তার। মেয়র পারিষদ (বিদ্যুৎ) সন্দীপরঞ্জন বক্সি মঙ্গলবার বলেন, ‘এই প্রকল্পের খরচের কিছুটা অর্থ সংস্থাগুলি দেবে। সেই সঙ্গে ১৫ বছরের ভাড়ার টাকা নেওয়া হবে।’

College Street : বইপাড়ায় হাঁটার পথ কবেই উধাও
বিশ্ববাংলা কেবল টিভি অপারেটরস ইউনিয়নের সভাপতি শঙ্কর মণ্ডলের বক্তব্য,’আমাদের সঙ্গে পুরসভার গত কয়েক সপ্তাহে একাধিক বৈঠক হয়েছে। ভূগর্ভস্থ কেবল লাইন নিয়ে যাওয়ার জন্য ভাড়া বাবদ টাকা আমরা দেব।’ পুরসভার বিদ্যুৎ বিভাগের কর্তাদের বক্তব্য, ‘৮ মাসের মধ্যে ৫টি রাস্তা দিয়ে ভুগর্ভস্থ কেবল লাইনের তার নিয়ে যাওয়ার কাজ শেষের টার্গেট রাখা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *