কুণালের মন্তব্য প্রসঙ্গেও এবার মুখ খুললেন নন্দীগ্রামের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের প্রাক্তন সদস্য শেখ সুফিয়ান। নন্দীগ্রামে তৃণমূলের খারাপ ফলের কারণ হিসেবে ‘অন্তর্ঘাত’ তত্ত্ব মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট। বিপর্যয়ের পিছনে পুরনো-নতুন কোন্দলকেই দায়ী করেছেন জাহাজবাড়ি মালিক এই তৃণমূল নেতা।
কুণাল ঘোষের মন্তব্য নিয়ে এই সময় ডিজিটালে প্রশ্নের মুখে সুফিয়ান বলেন, ‘উনি কোন সমীকরণের কথা বলেছেন আমি বলতে পারব না। তবে এখানে অন্তর্ঘাতের কোনও গল্প নেই। ভোটে অন্তর্ঘাত হয়নি। তবে এখানে দলীয় নেতৃত্বের মধ্যে কোনও ঐক্য ছিল না এটা আমি বলতে পারি।’
দলীয় নেতৃত্বের মধ্যে ঐক্যের অভাবের কারণেই কী নন্দীগ্রামে খারাপ ফল তৃণমূলের? সুফিয়ান বলেন, ‘এখানে নতুন পুরনোদের মধ্যে সমস্যা ছিল। সেটা সমাধান করে দিলেই নন্দীগ্রামে দারুণ ফল করত তৃণমূল। কিন্তু পুরনোদের সম্পূর্ণ সাইডলাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। সমস্যা সেখানেই ছিল। পুরনোদের মধ্যে এই নিয়ে ব্যাথা-যন্ত্রণা ছিল। দল খারাপ ফল করলেও পুরনোরা এখনও চুপচাপ রয়েছে।’
দলের জেলা ও রাজ্য নেতৃত্বকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন সুফিয়ান। তিনি বলেন, ‘এই সমস্যার কথা জেলা থেকে রাজ্য সব নেতৃত্ব কেউ সমাধান করেনি। সবাই সবকিছুই জানে। তাসত্ত্বেও কিছু করা হয়নি।’
এই প্রসঙ্গে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, ‘এখন উনি নিজের বিচার করে এই কথা বলেছেন। উনি নিজেও জেলা কমিটির একজন, পদে রয়েছেন। যদি জেলা কমিটির অন্য কেউ ভুল করে, তবে উনি বলতে পারতেন। এবার দলের শীর্ষ ও রাজ্য নেতৃ্ত্ব এবার যা করার করবেন। নন্দীগ্রামে হেরেছে এটা যদিও আমি স্বীকার করছি না। তুলনামূলকভাবে আগের তুলনায় অনেক ভালো ফল করেছে। জেলা পরিষদের ভোটে প্রায় ১০ হাজারের বেশি লিড হয়েছে। এটা আগামী দিনে আমাদের সাহায্য করবে।’