Panchayat Election 2023: ‘এই জয় চাই না’, ভোট হিংসার প্রতিবাদে সার্টিফিকেট নিতে নারাজ তৃণমূল প্রার্থী – west bengal panchayat election baduria tmc candidate does not accept winner certificate to protest post poll violence


‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়…।’ পঞ্চায়েতে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। সেই দলের এক জয়ী প্রার্থী সন্ত্রাসের কারণে নিজের জয়কেই মনে নিতে পারছেন না। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনায়।

গ্রাম পঞ্চায়েতের ভোটের জন্য কোথাও পড়েছে বোমা কোথাও চলেছে গুলি, রক্তারক্তি হয়েছে খুনাখুনি হয়েছে বাংলা জুড়ে। বিরোধীরা আঙুল তুলেছে শাসকের দিকে আর শাসক বিরোধীদের দিকে। নিরুপদ্রব জয়ের রাজ্যের জেলায় জেলায় বেলাগাম হিংসার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সন্ত্রাসের অভিযোগ মানতে নারাজ শাসক দল। সেই শাসকদলেরই সদস্য একটু ভিন্ন ভাবনায় বিশ্বাসী। জোর করে তিনি ভোটে জিততে চান না। রক্তারক্তি চান না। প্রথমে হেরেও জেতেন পুনর্গণনায় কিন্ত সেইভাবে তিনি জিততে চাননি। তৃণমূল প্রার্থী হেরেও রি-কাউন্টিংয়ে জয়ে পর দাবি করেন এই নয় জয় সঠিক নয়। তাই জেতা সার্টিফিকেট গ্রহণ করলেন না তৃণমূল নেতা।

North 24 Parganas Panchayat Election Result : জাল ফেলতেই মাছের বদলে পুকুর থেকে উঠল ব্যালট পেপার, হইচই হাসনাবাদে
বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দিয়ারা ২৩ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থীকে নিয়ে এমনই তথ্য সামনে এসেছে। জাতীয় কংগ্রেসের প্রার্থী আয়েশা বিবি। প্রিসাইডিং অফিসার প্রথমে ঘোষণা করে ৫৩৯ ভোটে কংগ্রেস প্রার্থী ওই আসনে জয় লাভ করেছেন। কিন্তু, পরবর্তীকালে দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রা গঙ্গোপাধ্যায় মণ্ডলের স্বামী অরুন মণ্ডল পুর্নগণনা চান। আবার কাউন্টিং হতে দেখা যায় ২১৯ ভোটে জিতেছেন কংগ্রেস প্রার্থী নয়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রা গঙ্গোপাধ্যায় মণ্ডল। কিন্তু জয়লাভের খবর শুনে বেঁকে বসে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাঁর দাবি, এইভাবে তিনি জিততে চাননি। রক্তারক্তি বা দলাদলি তিনি চান না বলে জানিয়ে দেন। তাই তিনি জিতেও জেতার সার্টিফিকেট গ্রহণ করেননি।
Panchayat Election 2023 : জয়ী প্রার্থীর তৃণমূলে যোগ! ৪৮ ঘণ্টায় ঘরে ফিরিয়ে ‘পালটা’ BJP-র

তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রা গঙ্গোপাধ্যায় মণ্ডলের স্বামী অরুণ মণ্ডলও একজন নেতা। জয়ী প্রার্থীর দাবি, ‘যে জায়গায় আমি জিতেছি। সেখানে তিনটি গ্রাম সংসদে তৃণমূল কংগ্রেস হেরেছে। সেখানে কিভাবে আমি জিততে পারি?’ সেই প্রশ্নই তিনি তুললেন। প্রিসাইডিং অফিসার বারবার চন্দ্রা গঙ্গোপাধ্যায় মণ্ডলকে সার্টিফিকেট গ্রহণ করার কথা বললেও তিনি এই সার্টিফিকেট গ্রহণ করছেন না । এমনকী তাঁর স্বামী অরুণ মণ্ডলও স্ত্রীয়ের সার্টিফিকেট নিতে নারাজ। ফলে বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির ২৩ নম্বর দুই প্রার্থীর ভাগ্য ঝুলে থাকল।
Jalpaiguri TMC : পঞ্চায়েত ভোটে দলবিরুদ্ধ আচরণ! কড়া ব্যবস্থার হুঁশিয়ারি তৃণমূল জেলা সভানেত্রীর

Abdul Karim Chowdhury : কেন সন্ত্রাস? মমতার কাছে ‘কৈফিয়ত’ চাইলেন তৃণমূল বিধায়ক!

অন্যদিকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অবৈধভাবে প্রিসাইডিং অফিসার তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিয়েছেন বলে শুরু হয় প্রতিবাদ। সেই প্রতিবাদে সকাল থেকে বাদুড়িয়া খোলাপোতা রোড দফায় দফায় অবরোধ করে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে আসে বাদুড়িয়া থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *