Recruitment Scam : ‘যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করুন,’ সিবিআইকে কোর্ট – it is heard from the cbi about the destruction of documents in the recruitment corruption case


এই সময়: সিবিআইয়ের মুখে এ বার নথি নষ্ট করার অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে অভিযুক্তদের হাজির করিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা দাবি করেন, অনেক নথি নষ্ট করা হয়েছে, মৌখিক ও পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সিবিআইয়ের দাবি, বেআইনি ভাবে নিয়োগের পর অভিযুক্তরা সবাই মিলে নথিপত্র নষ্ট করেছেন। তা শুনে বিচারক বলেন, ‘বুঝলাম। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব, তদন্ত এ বার শেষ করুন।’

Recruitment Scam Case : নিয়োগ দুর্নীতিতে বাজেয়াপ্ত ১২৬ কোটির সম্পত্তি
এ দিন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক, ধৃত জীবনকৃষ্ণ সাহা শুক্রবার, ২১ জুলাইয়ে তৃণমূলের সমাবেশ প্রসঙ্গে মন্তব্য করেন। আদালত থেকে বেরোনোর সময়ে জীবনকৃষ্ণ বলেন, ‘একুশে জুলাইয়ের সমাবেশে ব্যাপক ভিড় হবে। ২০২৪-এ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর সরকার সরে যাবে।’
জীবনকৃষ্ণ ছাড়াও এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এজেন্ট প্রসন্ন রায় ও প্রদীপ সিং-সহ ৮ জনকে আদালতে পেশ করে সিবিআই।

Recruitment Scam : কুন্তলের সেলের সামনে ২ সন্দেহভাজনের আনাগোণা! নেপথ্যে কোন রহস্য?
জীবনকৃষ্ণ সাহার আইনজীবী সিবিআইয়ের তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জামিনের আবেদন করেন। তিনি বলেন, ‘গোয়েন্দারা যা আদালতে পেশ করবেন, সেটাই আইনসম্মত হবে বলে তাঁরা ধরে নিচ্ছেন। চার্জশিট পেশ হয়ে গিয়েছে, এ বার যে কোনও শর্তে জামিন দেওয়া হোক আমার মক্কেলকে।’ পাল্টা সিবিআইয়ের কৌঁসুলিরা সওয়ালে বলেন, ‘কার কী ভূমিকা রয়েছে, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছে। জীবনকৃষ্ণ সাহার সঙ্গে সবারই যোগসূত্র রয়েছে।’

Anubrata Mondal : তিহাড় জেল আনরিচেবল, হলই না ভার্চুয়াল শুনানি
সব পক্ষের বক্তব্য শুনে অভিযুক্তদের ফের ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠান বিচারক। এ দিন সিবিআইয়ের দায়ের করা আরসি-৩ অর্থাৎ এসএসসির গ্রুপ-ডি মামলার তদন্তপ্রক্রিয়া কবে শেষ হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রসন্ন ও প্রদীপের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। পরে তিনি জানান, আদালত তদন্তের অগ্রগতি জানিয়ে পরবর্তী শুনানির দিন সিবিআইকে রিপোর্ট দিতে বলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *