Trending News: শহরের রাস্তায় ‘স্পাইডারম্যান’ বাইক, পরিবেশ বাঁচাতে সুপারহিরোর ভক্তের কীর্তিতে চমক – spider man bike which run by battery made in very cheap rate by north 24 pargana resident sushant das catching everyone attention


Spiderman Merchandise: অশোকনগরের রাস্তায় হঠাৎই দেখা গেল ছুটে বেড়াচ্ছে স্পাইডারম্যান বাইক। রাস্তা দুপাশের লোক অবাক হয়ে দেখছেন সেই গাড়ি। রাস্তার বুক চিরে ছুটে চলা এই বাইক দেখতেই এখন ভিড় জমছে বহু মানুষের। বিদেশ ক্রুজার বাইকের মত দেখতে এই বাইক দেখলে বিদেশি বাইকের সঙ্গে মুহূর্তে গুলিয়ে ফেলতে পারেন আপনিও।

স্পাইডার ম্যান সিনেমায় যে রংয়ের কস্টিউম ব্যবহার করা হয়েছে, সেই রঙেই রাঙিয়ে তোলা হয়েছে গোটা বাইকটিকে আকর্ষণীয় করতে। তবে সবচেয়ে বড় বিষয় এই বাইক চলে ব্যাটারীতেই। ফলে পরিবেশবান্ধব এই বাইক তৈরি করে রীতিমতো সারা ফেলে দিয়েছেন অশোকনগর এর হরিপুর এলাকার বাসিন্দা সুশান্ত দাস। পরিবেশ ও এনার্জি বাঁচাতে তৈরি এই বাইকের সঙ্গে জুড়ে গিয়েছে এক সুপারহিরোর নাম, যা ছোট থেকে বড় সকলের প্রিয়।

Electric Bike : TATA-র থেকেও এগিয়ে! 7 পয়সায় 1 কিমি যায় এই ই-বাইক, ফুল চার্জে 40 কিমি

অবসর সময়ে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, কম খরচে পুরনো গাড়ির যন্ত্রাংশ দিয়ে, নতুন রূপে তৈরি করেছেন এই স্পাইডারম্যান ইলেকট্রিক বাইক। শুধু তাই নয়, এই বাইকে রয়েছে অত্যাধুনিক সমস্ত ফিচার। রয়েছে এলইডি লাইটের ব্যবস্থাও। যা সহজেই নজর কাড়ছে সকলের। এই বাইক তৈরি করতে সুশান্ত বাবুর খরচ হয়েছে প্রায় ৯৫ হাজার টাকার মত। যেখানে এই ধরনের বিদেশি লুকস এর বাইক কিনতে লক্ষাধিক টাকা খরচ করতে হয়, সেখানে সুশান্ত বাবু এত কম খরচে এই ইলেকট্রিক বাইক বানিয়ে ঘুরে বেড়াচ্ছেন গোটা এলাকায়। লোকে উৎসাহ নিয়ে দেখছেন এই অদ্ভুত বাইক। নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও জমাচ্ছেন ভিড়। তুলছেন ছবি।

Sarama Cinema Hall: বন্ধ হয়ে যাচ্ছে বারাসতের সরমা সিনেমা হল, ভাইরাল পোস্টের আসল সত্যিটা জানুন
বাইকের ডিজাইন থেকে রং সমস্তটাই নিজের হাতে করেছেন সুশান্ত বাবু। তবে বাবার এই কাজে কিছুটা সহযোগিতা করেছে তার ছেলেও। স্পাইডারম্যানের জলের মতো রংয়ের তেলের টাঙ্কি থাকলেও, তাতে প্রয়োজন পড়ে না তেল ঢালার। তবে, ট্যাঙ্কির ঠিক নিচেই রয়েছে কালো রং এর বক্সের আকারে ব্যাটারী। যার মধ্যে আবার আঁকা রয়েছে কঙ্কালের মুন্ডু।

Cattle Race in West Bengal : যুগের তালে লুপ্তপ্রায়, দক্ষিণ ২৪ পরগনায় বর্ষার মাঝে আয়োজন গোরু দৌড় প্রতিযোগিতার

এই বাইকটি বানাতে সময় লেগেছে প্রায় ২৫ দিনের কিছু বেশি। বাইকের শখ থাকায়, আমেরিকার চপার বাইকের আদলে তাই বানিয়েছেন এই স্পাইডারম্যান ইলেকট্রিক বাইক। তবে একবার চার্জে ৭০ কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম এই ইলেকট্রিক বাইক। লকডাউনের সময় থেকে তার এই ভাবনা চিন্তার অবশেষে বাস্তবে রূপ পেল। সহযোগিতা পেলে এ ধরনের আরও আকর্ষণীয় বাইক বানাতে আগ্রহী অশোকনগরের বাসিন্দা সুশান্ত দাস। তবে তার তৈরি এই বাইক ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে অশোকনগর বাসীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *