জিতলেই হবে না, পড়াশোনাও করতে হবে! পঞ্চায়েত লার্নিং সেন্টার হচ্ছে জেলায় জেলায়


West Bengal Panchayat System : জিতলেই হলো না, পড়াশোনাটাও করতে হবে। পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের জন্য এবার লার্নিং সেন্টার হতে চলেছে জেলায় জেলায়। পঞ্চায়েতের কাজে অপটু বা লঘু জ্ঞান সম্পন্ন নির্বাচিত প্রার্থীদের এবার উন্নততর পঞ্চায়েত গড়ার জন্য শিক্ষা দেওয়া হবে। তাঁদের শিক্ষা প্রদানের অনেকটাই অগ্রগণ্য ভূমিকা নেবে রাজ্য স্তরে স্বীকৃতি পাওয়া পঞ্চায়েত গুলি।

Panchayat Election : &amp#39;ভোটে আয় আয়….. এখন খোঁজ নাই&amp#39;, নেতাদের আচরণে ক্ষুব্ধ আহতদের পরিবার
কেন এই লার্নিং সেন্টার?

বিভিন্ন পরিষেবায় ভালো কাজের জন্যে মাঝেমধ্যেই রাজ্যের একাধিক পঞ্চায়েতের কথা উঠে আসে। গ্রামে রাস্তার কাজ, পরিবেশ সচেতনতার কাজ বা জলসেচের উন্নয়ন এরকম একাধিক কাজে স্বীকৃতি পায় বিভিন্ন পঞ্চায়েত। সেই পঞ্চায়েত গুলিকেই প্রাথমিক ভাবে লার্নিং সেন্টার হিসাবে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

CV Ananda Bose : পুরো নির্বাচন বাতিল করা উচিত? ১০ প্রশ্নবাণ পাঠিয়ে কমিশনকে রিপোর্ট তলব রাজ্যপালের
কী ভাবে হবে প্রশিক্ষণ?

মূলত, কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রকের তত্ত্বাবধানেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত, প্রতিটি যায় একটি করে এই লার্নিং সেন্টার গড়ার কথা ভাবা হয়েছে। আগামী দিনে প্রতিটি ব্লকে এরকম পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। উন্নততর পঞ্চায়েত গড়ে তুলতে যাঁরা পারদর্শী হয়ে উঠেছেন, তাঁদের কাছে এসেই শিক্ষা নেবেন পিছিয়ে পড়া নির্বাচিত প্রার্থীরা।

কতগুলি প্রশিক্ষণ কেন্দ্র?

তথ্য বলছে, ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এখনও রাজ্যে মোট ২২টি এই ধরনের লার্নিং সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। সেই সেন্টারগুলোতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আপাতত, সপ্তাহে চার থেকে পাঁচ দিন ক্লাস করানোর কথা রয়েছে। নির্বাচিত প্রার্থীদের নিয়মিত এসে সেখানে কাজ শিখতে হবে।

West Bengal Election Commission : &amp#39;ভোট শান্তিপূর্ণ না অশান্ত, বলার সময় আসেনি&amp#39;, নজিরবিহীন সন্ত্রাসের মধ্যে মন্তব্য রাজীবের
কী শেখানো হবে?

গ্রাম পঞ্চায়েত উন্নয়নের জন্য একাধিক নির্দেশিকা রয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকের। একটি গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের জন্য প্ল্যান কীভাবে তৈরি হয়, সেটাকে কীভাবে কার্যকরী করতে হয়, কোন ক্ষেত্রে কীরকম খরচ করতে হয়, আর্থিক অনুদানের সঠিক ব্যবহারের উপায় কী? সব মিলিয়ে আদর্শ পঞ্চায়েত গঠনের পাঠদান হবে এই ধরনের লার্নিং সেন্টার থেকে।

Election Commssioner Rajiv Sinha : পুনঃনির্বাচন? কী বললেন রাজীব সিনহা?

পঞ্চায়েতে তিনটি স্তরে কাজ হলেও গ্রাম পঞ্চায়েত ও সমিতি স্তরে অনেকটাই গাফিলতি থেকে যায় বিভিন্ন জায়গায়। আগে পঞ্চায়েত পরিচালনার কাজ নিয়ে কোনও কড়া নির্দেশিকা ছিল না। তবে এবার এই বিষয়গুলি কড়াকড়ি করা হচ্ছে। এই ধরনের প্রশিক্ষণ ধীরে ধীরে বাধ্যতামূলক করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আগামী দিনে যাতে গ্রামগুলি মাথা তুলে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করার জন্যেই এই পদক্ষেপ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *