বৃহস্পতিবার থেকেই শহরে উধাও সরকারি-বেসরকারি বাস, শুক্রে চরম ভোগান্তির আশঙ্কা


Kolkata Traffic Updates : শুক্রবার, গোটা দিন চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হতে পারে কলকাতা শহরে সাধারণ যাত্রীদের। কলকাতা ও পার্শ্ববর্তী জেলা থেকে প্রায় সমস্ত বাস তুলে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিক ভাবেই, বাসের সংখ্যা কাল দিন জুড়ে অনেক কম থাকবে বলেই ধরে নেওয়া হচ্ছে।
তবে আরও দুর্ভোগের বিষয় হল, শুক্রবার ধর্মতলায় সমাবেশ হলেও বৃহস্পতিবার থেকেই কলকাতা শহরে বাসের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে বলে খবর। হাওড়া, হুগলি, বর্ধমান জেলা থেকেও প্রচুর পরিমাণে বাস তুলে নেওয়া হয়েছে। বাধ্য হয়ে বাস সমন্বয় সমিতি নালিশ জানাতে বাধ্য হয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

Kolkata Traffic Update : বিষ্যুদেই যানজটে নাকাল শহরবাসী! শহিদ সমাবেশের আগে ট্রাফিক নিয়ে বড় আপডেট
বাঁকুড়া, মালদা জেলার অবস্থাও অনেকটা এক। কলকাতা ও পার্শ্ববর্তী জায়গা থেকে মূলত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং শহরতলির তৃণমূল সমর্থকদের নিয়ে আসার জন্য বাস তুলে নেওয়ার হয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, অন্যান্য বছরের তুলনায় আগামীকালের ২১ জুলাইয়ের সমাবেশের আয়োজন অনেকটাই বেশি।

Calcutta Tramways : বাঁচবে ট্রাম! তিলোত্তমার &amp#39;ঐতিহ্য&amp#39; রক্ষায় হাইকোর্টের নির্দেশে পদক্ষেপ রাজ্যের
হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার দূরবর্তী এলাকাগুলি থেকে বৃহস্পতিবার বিকেলেই বাসের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। কলকাতা শহরের লাগোয়া রাস্তাগুলিতে আদৌ কতোটা যান চলাচল স্বাভাবিক থাকবে তা বলাই বাহুল্য। কলকাতা পুলিশ সমাবেশের দিন পরিষেবা আংশিক সচল রাখতে চাইলেও সেটা সম্ভব হবে না বলেই মনে করছেন বাস মালিকেরা।

Kolkata Municipal Corporation: বৃষ্টি হলেই জলমগ্ন তিলোত্তমা! কলকাতার &amp#39;জলছবি&amp#39; পালটাতে বিশেষ পরিকল্পনা পুরসভার
আগামীকাল, ২১শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালিত হবে অন্যান্য বছরের ন্যায়। সদ্য পঞ্চায়েত নির্বাচন জয়ের পরেই এই সমাবেশ হতে চলেছে। তবে এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হওয়ার কারণে এই দিনটিকে শ্রদ্ধা দিবস হিসেবে পালন করতে চলছে তৃণমূল কংগ্রেস।

Kolkata Traffic Updates Today : ২১ জুলাইয়ের আগে কলকাতায় ট্রাফিকের হালচাল

পাশাপাশি, এদিনের সভা থেকে আগামী লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল নেত্রী কর্মীদের উদ্দেশে বার্তা দেবেন বলেও মনে করা হচ্ছে। তবে এবারের ২১ শে জুলাই সমাবেশ নিয়ে কিছুটা বাড়তি উচ্ছ্বাস রয়েছে তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যেও। পঞ্চায়েত নির্বাচন জয়ের পরে নেত্রী কী বার্তা দেন, তার জন্য বুধবার থেকেই বিভিন্ন জেলার অনুগামীরা আসতে শুরু করেন কলকাতায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *