বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হলেও শুনানি নিয়ে অনিশ্চয়তা কমছে না। অন্য অনেক মামলার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও রয়েছে। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান বিচারপতি না বসার কারণে সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছে আইনজীবীদের একাংশ।
পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকে গণনা শেষ হওয়ার পরও নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে রাশি রাশি মামলা হয়েছে। অনেকে মামলায় নজিরবিহীন রায় দিলেও মঙ্গলবার এই নিয়ে বিরক্তি প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। হাইকোর্টে আইনজীবীদের একাংশের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন বিচারপতি। পঞ্চায়েতের ভুরি ভুরি মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
পঞ্চায়েতের মামলা নিয়ে সব পক্ষের আইনজীবীরা আদালতের থেকে বাড়তি সময় চাইছেন। এই প্রসঙ্গে ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘পঞ্চায়েত নির্বাচন নিয়ে গাদা গাদা মামলা হয়েছে। গত দেড় মাস ধরে সেই সব মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা আমরা শুনতে পারছি না। আর এতে মানুষ ভাবছেন আমরা কাজ করছি না। আসলে পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলার চাপে অন্য সব মামলা চাপা পড়ে যাচ্ছে।’ আইনজীবীদের উদ্দেশে প্র্রধান বিচারপতি বলেন, ‘অন্য সব মামলা চাপা পড়ে যাওয়ার পরও যদি আপনারা বাড়তি সময় দিতে বলেন, সেটা দেওয়া আমাদের পক্ষে কোনওভাবেই সম্ভব নয়। ‘
আরও জানতে রিফ্রেশ করুন…