Calcutta High Court : বিষ্যুদে বসছেন না প্রধান বিচারপতি! পঞ্চায়েতের একাধিক মামলার শুনানি নিয়ে ‘অনিশ্চয়তা’ – chief justice is not sitting today hearing of all panchayat cases are uncertain in calcutta high court


পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে হয়েছে ভুরি ভুরি মামলা। এর মধ্যে মামলার শুনানি নিয়ে অনিশ্চয়তার বাতাবরণ। জানা গিয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম আজ আদালতে বসছেন না। ফলে রাজ্যের নজরে থাকা পঞ্চায়েতের সব মামলার আজ শুনানি অনিশ্চিত। পঞ্চায়েত মামলাগুলি সরকারিভাবে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হলেও শুনানি নিয়ে অনিশ্চয়তা কমছে না। অন্য অনেক মামলার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও রয়েছে। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান বিচারপতি না বসার কারণে সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছে আইনজীবীদের একাংশ।

Calcutta high Court : ‘…মানুষ ভাবছে আমরা কাজ করছি না’, পঞ্চায়েত মামলা প্রসঙ্গ টেনে বিরক্তি প্রকাশ প্রধান বিচারপতির
পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকে গণনা শেষ হওয়ার পরও নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে রাশি রাশি মামলা হয়েছে। অনেকে মামলায় নজিরবিহীন রায় দিলেও মঙ্গলবার এই নিয়ে বিরক্তি প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। হাইকোর্টে আইনজীবীদের একাংশের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন বিচারপতি। পঞ্চায়েতের ভুরি ভুরি মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

TET Pass Mark: সংরক্ষিত আসনে টেট পাশে দরকার কত নম্বর? এবার মামলা গেল তৃতীয় বেঞ্চে
পঞ্চায়েতের মামলা নিয়ে সব পক্ষের আইনজীবীরা আদালতের থেকে বাড়তি সময় চাইছেন। এই প্রসঙ্গে ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘পঞ্চায়েত নির্বাচন নিয়ে গাদা গাদা মামলা হয়েছে। গত দেড় মাস ধরে সেই সব মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা আমরা শুনতে পারছি না। আর এতে মানুষ ভাবছেন আমরা কাজ করছি না। আসলে পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলার চাপে অন্য সব মামলা চাপা পড়ে যাচ্ছে।’ আইনজীবীদের উদ্দেশে প্র্রধান বিচারপতি বলেন, ‘অন্য সব মামলা চাপা পড়ে যাওয়ার পরও যদি আপনারা বাড়তি সময় দিতে বলেন, সেটা দেওয়া আমাদের পক্ষে কোনওভাবেই সম্ভব নয়। ‘

আরও জানতে রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *