Flower Cultivation : মহার্ঘ্য ফুল, বাড়তে পারে আরও দাম! আশঙ্কার সুর চাষিদের গলায় – flower price may hike due to low yielding for hot weather says howrah farmers


বিয়েবাড়ি হোক বা অন্য যে কোনও অনুষ্ঠান, ফুল ছাড়া ভাবাই যায় না। কিন্তু, ক্রমশ দাম বৃদ্ধি পাচ্ছে ফুলের। পচ্ছন্দের ফুল কিনতে গিয়ে অতিরিক্ত গাটের কড়িও খরচ করতে হচ্ছে আমজনতাকে। শ্রাবণ মাসে গোটা রাজ্যের বিভিন্ন অংশে ঘটনা করে হয় শিবের পুজো। ফলে স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় ফুলের চাহিদা। এই দাম বৃদ্ধিত যথেষ্ট বেগ দিচ্ছে সাধারন মানুষকে। প্রয়োজনের তুলনায় কম ফুল কিনেই বাড়ি ফিরতে হচ্ছে ক্রেতাদের।

Sawan 2023: শ্রাবণ মাসে বাড়িতে লাগান এই ৫ গাছ, শিবের কৃপায় উন্নতি হবে চারগুণ!
রাজ্যের যে কয়েকটি জায়গায় ফুলের চাষ হয় তার মধ্যে অন্যতম হাওড়া জেলা। বাগনানের ঘোড়াঘাটা ও দেউলটি ফুলচাষের জন্য গোটা রাজ্যে বিখ্যাত। তবে শুধু এই দুটি এলাকাই নয়, বাগননের একাধিক জায়গার কয়েক হাজার বিঘেতে সারা বছর বিভিন্ন ধরনের ফুল চাষ হয়। বিঘের পর বিঘে জমিতে রঙ বেরঙেরে ফুল দেখে চোখ জুড়িয়ে যেতে পারে। তবে বর্তমানে সেই ছবি অনেকটা বদলে গিয়েছে। এইবছর এইসব এলাকার বেশিরভাগ জায়গাতেই সেভাবে ফোটেনি ফুল।

এলাকার ফুল চাষীদের মতে গ্রীস্মের প্রখর দাবদাহের কারণে ফুল গাছ নষ্ট হয়ে যাচ্ছে। গাছে ফুলের কুঁড়ি আসলেও সেটা ঝরে পড়ে যাচ্ছে। গাছ বাঁচাতে দিনে একাধিকবার জল স্প্রে করলেও কোনও লাভ হচ্ছে না। কোনওভাবেই গাছ বাঁচানো সম্ভব হচ্ছে না। ফলন কম হওয়ার কারণে দুশ্চিন্তা রয়েছেই ফুলচাষীরা।

Paschim Medinipur News : পাখিদের খাবার জোগাতে বট, অশ্বত্থের চারা বিলি করেন সুভাষ
কী বলছেন এলাকার ফুলচাষীরা? বাকুড়দহ গ্রামের ফুলচাষী পুলক ধারা বলেন, ‘কয়েক বছরে কখনও কম আবার কখনও বেশি বৃষ্টির কারণে ফুলগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। কখনও আবার ছত্রাকের আক্রমণে ফুল গাছ নষ্ট হয়ে যাচ্ছে। আর এতেই আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের। রোদের তীব্রতার কারণেও ফুলের ফলন অনেকটাই কমে গিয়েছে। সেভাবে বৃষ্টি না হওয়ায় জলের অভাবে গাছ বাঁচানো অসম্ভব হয়ে উঠেছে। প্রতিদিন নিয়ম করে গাছে জল দিতে হচ্ছে। তাতেও ফুল ফুটছেনা।’ ওই ফুলচাষী আরও বলেন, ‘ফুলের উৎপাদন কম হওয়ায় বাজারে ফুলের দাম ও বৃদ্ধি পেয়েছে। তবে গরম যদি এইভাবে চলতে থাকে তাহলে ফুলের দাম আরও বাড়বে।’

Tomato Price In India : ভারতে দামের ছ্যাঁকা, টমেটো কিনতে সীমান্ত পেরিয়ে নেপালে যাচ্ছে দেশবাসী
অন্যদিকে ফুলের দাম বৃদ্ধির কারণ হিসেবে তীব্র গরমকেই দায়ী করছেন সারা বাংলা ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক নারায়ন নায়েক। তিনি বলেন, ‘গরমের পাশাপাশি বৃষ্টি না হওয়ায় ফুল গাছের ফলন কমেছে। তবে বর্ষার বৃষ্টি শুরু হলে এই সমস্যা অনেকটাই কাটানো সম্ভব হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *