জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম একদিনের ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৪০ রানে হেরে গিয়েছিল ভারতীয় দল (Indian Womens Cricket Team)। তবে দ্বিতীয় একদিনের ম্যাচে বাংলাদেশকে (Bangladesh Womens Cricket Team) ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) প্রমীলাবাহিনী। অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে দলের জয়ে বড় ভূমিকা নিলেন জেমাইমা রড্রিগেজ (Jemimah Rodrigues)। ৭৮ বলে ৮৬ রান করার পাশাপাশি মাত্র ৩ রানে ৪ উইকেট নিয়ে সিরিজে ভারতের আশা বাঁচিয়ে রাখলেন জেমাইমা। স্বভাবতই হলেন ‘ম্যাচের সেরা’। ৩০ রানে ৩ উইকেট নিলেন দেভিকা বৈদ্য (Devika Vaidya)। আর ম্যাচ জিতেই সঞ্চালককে তাঁর ভুল ধরিয়ে দিলেন ভারতের অধিনায়ক।
— shreya (@shreyab27) July 19, 2023
কথাবার্তার শেষে ধারাভাষ্যকার বলেন, ‘ধন্যবাদ জেমাইমা।’ সঙ্গে সঙ্গে ভুল ধরিয়ে দিয়ে ভারতের মহিলা দলের অধিনায়ক বলেন, ‘হরমনপ্রীত কৌর। ধন্যবাদ।’ ধারাভাষ্যকারের ভুল ধরিয়ে দেওয়ার পরে আর সেখানে দাঁড়াননি হরমনপ্রীত। মাইক্রোফোন নিয়ে তরতরিয়ে হেঁটে চলে যান।
চাপের মুখে চুপসে না গিয়ে সেখান থেকে পালটা লড়াই শুরু করে দেন হরমন ও জেমাইমা। চতুর্থ উইকেটে দু’জন ৭৩ রান তোলেন। সেখানেই ম্যাচ ঘুরে যায়। হরমন ৮৮ বলে ৫২ রানে আউট হলেও, থেমে ছিলেন না জেমাইমা। এরপর খেলার শেষে সাক্ষাৎকারের সময়ে ধারাভাষ্যকার গুলিয়ে ফেলেন জেমাইমা সঙ্গে হরমনপ্রীতকে। ভারতের অধিনায়ক হরমনপ্রীতকে ভুল করে জেমাইমা বলে ফেলেন সেই ধারাভাষ্যকার। হরমনপ্রীত তাঁর ভুল ধরিয়ে দেন।