Humayun Kabir : ‘এত মৃত্যুর জন্য দায়ী কমিশন ও পুলিশ’, ২১শে জুলাইয়ের আগে বিস্ফোরক হুমায়ুন – trinamool mla humayun kabir criticize wb police on panchayat election violence


২১শে জুলাইয়ের মহাসমাবেশ শুরু হতে আর মাত্র কয়েকঘণ্টা। আর তার আগে ফের বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কের কেন্দ্রে চলে এলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এদিন পঞ্চায়েত নির্বাচনে হিংসা ও এত এত মানুষের মৃত্যু নিয়ে সরাসরি রাজ্যের নির্বাচন কমিশন ও পুলিশকে কাঠগড়াতে দাঁড় করিয়েছেন।

বৃহস্পতিবার তিনি বলেন, ‘এত সংখ্যক মানুষের মৃত্যুর জন্য দায়ী কমিশন ও পুলিশ। এবার জঘন্যতম পঞ্চায়েত নির্বাচন হয়েছে। বোমাবাজির জেরে ভোটের ফলাফল নেগেটিভ হয়েছে। নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এমন হিংসাত্মক পঞ্চায়েত ভোটের জন্য দায়ী কমিশন, সুষ্ঠু নির্বাচনের কোনও অভিজ্ঞতাই নেই পুলিশ ও কমিশনের।’

21 July TMC Shahid Diwas History :’মমতার জন্যই ভোট দিতে পারেন রাজ্যের মানুষ’, ২১শে জুলাইয়ের স্মৃতিচারণায় রনজিৎ
এখানেই না থেমে তিনি বলেন, ‘এভাবে চলতে পারেনা। একটা সুষ্ঠু পরিবেশ দরকার। তবেই ভালো করে ভোট হতে পারে। এত মানুষের মৃত্যু কখনই কাম্য নয় একটি ভোট চলাকালীন। নির্বাচন কমিশন চাইলেই এটা আটকাতে পারত। কিন্তু বলতে বাধা নেই, এই নির্বাচন কমিশন ও পুলিশ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সেই দায় তাঁদের নিতে হবে।’

এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন পূর্বতন বাম জমানাকেও। বলেছেন, ‘এই আচরণ যদি বুদ্ধবাবুর পুলিশ করত তাহলে কি পরিবর্তন হত? অতীত ভুললে কিন্তু চলবে না।
বিরোধীরা আন্দোলন করছে। কালকে প্রধান বিরোধী দলও যে BDO অফিস ঘেরাও করবে তা কিন্তু ন্যায্য।’

21 July Martyrs Day TMC Rally : ‘সব রেকর্ড ভেঙে দেবে…’, ২৩-এর ২১শে জুলাই নিয়ে আবেগপ্রবণ অভিষেক
তিনি আরও বলেন, ‘বিরোধীরাও মানুষ। তাঁরা কিন্তু মানুষ কেন তাঁদের ভোট দেননি সেটা নিয়ে আন্দোলন করছেন না। তাঁদের আন্দোলন মানুষকে নিজের ভোটটা নিজে দিতে দেওয়া হোক। হার জিত রয়েছে। সঠিকভাবে ভোট হলে সবাই হাসিমুখে রায় মেনে নেবেন।’

হুমায়ুন মুখ খুলেছেন ২১শে জুলাইয়ের সমাবেশ নিয়েও। এখানেও খেদ প্রকাশ করে তিনি বলেন, ‘২০২২ সালের ২১শে জুলাই ৫২টি লাক্সারি বাস ও ১৫৫টি গাড়িতে কর্মীদের নিয়ে এসেছিলাম। নিজের পকেট থেকে খরচা করে এনেছিলাম সবাইকে। কর্মীরা সবাই যথেষ্ট উৎসাহিত ছিলেন। কিন্তু এবারের ব্যাপার আলাদা। এবার নিশ্চয়ই অনেক বড় সমাবেশ হতে চলেছে। আগের সব সমাবেশকে ছাপিয়ে যাবে সেই নিয়ে সন্দেহ নেই। কিন্তু এবার শুধুমাত্র নিজে গাড়িতে এলাম, কর্মীরা ট্রেনে আসছেন। স্বীকৃতির অভাবে আমার মতো একনিষ্ঠ তৃণমূলকর্মীরা উৎসাহ হারাচ্ছেন।’

21 July Shahid Diwas Mamata Banerjee:’প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে বলেননি, উনি…’, তোপ মমতার
তাঁর এই মন্তব্যগুলির পরই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এবার সমাবেশের পর তৃণমূলের উচ্চ নেতৃত্ব তাঁর বিরুদ্ধে কি ব্যবস্থা নেন, সেটাই দেখার অপেক্ষায় সকলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *