Kolkata Rainfall : নজরে ৩ টি ফ্যাক্টর, ২১ জুলাই বৃষ্টির সম্ভাবনা কলকাতায় – meteorologists fear that the tradition of rain will continue in kolkata on trinamool martyr day


এই সময়: একটি নয়, একজোড়া ঘূর্ণাবর্ত এবং তার সঙ্গে একটি মৌসুমি অক্ষরেখা। এই ত্রিযোগে কাল, শুক্রবার ২১ জুলাই কলকাতায় বৃষ্টির পরম্পরা বজায় থাকার সম্ভাবনাই দেখছেন আবহবিদরা। তৃণমূলের শহিদ দিবস পালনের সমাবেশে বৃষ্টি হওয়াকে বরাবরই ‘শুভ’ হিসেবে উল্লেখ করে তাকে স্বাগত জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের আকাশের বর্তমান পরিস্থিতি দেখে এ বছরও ২১ জুলাইয়ে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি বলে আবহবিদরা মনে করছেন।

West Bengal Rainfall Update: বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত, বাংলার কপালে ঘোর দুর্যোগ!
একদিকে উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর জুড়ে তৈরি ঘূর্ণাবর্ত এবং অন্য দিকে, রাজস্থানের কোটা থেকে পুরীর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা। এর পাশাপাশি, ছত্তিসগড়ের দক্ষিণ দিকে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় অবস্থায় রয়েছে। একসঙ্গে এত কিছুর মিলিত প্রভাবেই দক্ষিণবঙ্গের আকাশ বৃষ্টি নামানোর জন্য পুরোপুরি তৈরি- এমনটা মনে করছেন আলিপুর হাওয়া অফিসের কর্তারা। বুধবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি পেয়েছে কলকাতার সংলগ্ন এলাকা ও দক্ষিণবঙ্গ।

Kolkata Weather Today: সপ্তাহের প্রথম দিনেই ঘনিয়েছে দুর্যোগ, দিনভর তুমুল বৃষ্টি জেলায় জেলায়
তবে এ দিন খাস কলকাতায় যে খুব বেশি বৃষ্টি হয়েছে, এমনটা নয়। বুধবার বিকেল সাড়ে ৫টায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শহরে বৃষ্টির পরিমাণ ৬.৬ মিলিমিটার। আজ, বৃহস্পতিবারও মোটের উপর এমনই বৃষ্টির সম্ভাবনা। তবে আবহবিদরা মনে করছেন, কাল, শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বৃষ্টির পরিমাণ বাড়লেও এই সপ্তাহে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলে তাঁদের অভিমত। আবহবিদদের পূর্বাভাস, মোটের উপর মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি আর আর্দ্রতাজনিত অস্বস্তি- আপাতত এই তিন ‘সঙ্গী’কে নিয়েই আগামী কয়েক দিন কাটাতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *