২০২২-এর ওয়েস্টবেঙ্গল ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) বিধি অনুযায়ী এই পদের দায়িত্ব দেওয়া হলো রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা (স্কুল হেলথ) ভবানী দাসকে। এই মর্মে বুধবার আদেশনামা জারি করে স্বাস্থ্য দপ্তর। কৈশোরে রূপান্তরকামিতা নিয়ে কেউ সামাজিক-মানসিক সমস্যায় পড়লে এবার থেকে ওই আধিকারিকই সেই সমস্যার সমাধান করবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
রাপান্তকামীদের নানা রকম হেনস্থার মুখে নিত্য পড়তে হয়। মানসিক টানাপড়েনের পাশাপাশি পারিবারিক নির্যাতন ও সামাজিক ছুৎমার্গের শিকার হন অনেকেই তাঁরা। এঁদের মধ্যে একটা বড় অংশই পরিস্থিতির চাপ সামলে উঠতে না পেরে অবসাদের অতলে চলে যান। এঁদের অধিকার রক্ষার স্বার্থেই ২০১৯ সালে সংসদে পাস হয় ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট।
সেইমতো বিভিন্ন রাজ্য এর পর বিধি তৈরি করে। পশ্চিমবঙ্গে সেই বিধি তৈরি হয় গত বছর। তার পরেই সেই বিধি মেনে ভবানী দাসকে এ সংক্রান্ত অভিযোগ নিরসনের নোডাল অফিসার নিযুক্ত করা হয়। স্কুল হেলথের দায়িত্বপ্রাপ্ত অফিসারকে এই দায়িত্ব দেওয়া হলেও, শুধু স্কুল পড়ুয়ারাই নয়, যে কোনও রূপান্তরকামীই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তবে তাঁর সঙ্গে যোগাযোগের কী মাধ্যম হবে, সে ব্যাপারে কোনও কথা বলা হয়নি স্বাস্থ্য দপ্তরের আদেশনামায়। আশা, আগামী দিনে সেটিও প্রকাশ্যে আনবে সরকার।