জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন শাকিব খান(Shakib Khan)। বর্তমানে আমেরিকায় ছেলে জয়কে নিয়ে সময় কাটাচ্ছেন বাংলাদেশের সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, নিজেদের মনোমালিন্য কাটিয়ে ফের এক হতে চলেছেন শাকিব খান ও অপু বিশ্বাস(Apu Biswas)। শাকিব ও অপুর বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন বাংলাদেশের(Bangladesh) সিনেমার একসময়ের নায়িকা রত্না কবির(Ratna Kabir)।
আরও পড়ুন-Soumitrisha Kundu: একুশে জুলাইয়ের মঞ্চে সৌমিতৃষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী কথা হল অভিনেত্রীর?
ফেসবুকে রত্না লিখেছেন, ‘শাকিব খান নাম নিলেই ভাইরাল হয়ে যায় যেকোনো শিল্পী। আর ভাইরাল হতে প্রতিটি শিল্পী এই নাম কোনো না কোনোভাবে নিয়ে আসে। এ ধরনের মন্তব্য করার আগে ভাবা উচিত ছিল, আপনাদের আগেও অনেক সুন্দরী নায়িকারা শাকিবের সঙ্গে অভিনয় করেছেন। তারা কেউ কিন্তু শাকিবের সন্তানের মা হয়নি।’
তিনি বলেন, ‘তাদের সময় কিন্তু কসমেটিকস সার্জারি এত সহজলভ্য ছিল না। তাদের সৌন্দর্য আপনাদের সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম ছিল না। মন্তব্য বুঝে করা উচিত। মনে রাখবেন, শাকিব খানের জন্য হয়তো চলচ্চিত্রে আপনাদের জন্ম হয়েছে। কিন্তু আমাদের জন্ম শ্রদ্ধেয় পরিচালক-প্রযোজক আর বাংলার দর্শকদের কারণে।’
আরও পড়ুন- TMC Shahid Diwas 2023: একুশের মঞ্চে তারকার হাট, মমতার পাশে দেব-মিমি-নুসরত থেকে সৌমিতৃষা-তৃণা…
অভিনেত্রী আরও বলেন, ‘হয়তো ভাইরালের জোয়ারে অনেক শিল্পী হারিয়ে যাচ্ছে ভাবছেন। কিন্তু না, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। সবাই নিজ পায়ে দাঁড়িয়ে নিজ স্থানে আপনার চেয়ে হয়তো আরো ভালো আছেন। প্রতিটি শিল্পীর নিজস্ব পরিচিতি আছে। কারো তোষামোদ করতে গিয়ে অন্যদের অপমান করে কথা বলা অন্যায়। শিল্পী হয়ে শিল্পীদের সম্মানিত করে তুলুন পৃথিবীর কাছে, এটিই কাম্য।’
সাম্প্রতিক কারণে নিশোর একটি বক্তব্য নিয়েও সরগরম হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে অনেকেই মনে করেছিলেন যে নাম না করে শাকিবের বিয়ে সন্তান নিয়েই কটাক্ষ করেছেন অভিনেতা। তবে পরবর্তীকালে সেই কথা অস্বীকার করেন অভিনেতা। পাশাপাশি বুবলীর সঙ্গে বিচ্ছেদ ও অপুর সঙ্গে ফের মিলের খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। সম্প্রতি জানা যায় যে অপুর সঙ্গে কখনও ডিভোর্সই হয়নি শাকিবের। আইনত তাঁরা দুজন এখনও স্বামী স্ত্রী।