মাঝরাতে হাওড়া মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান


Fire at Howrah : হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। গভীর রাতে এই হাটে আগুন ধরে যায়। পুড়ে ছাই হয়ে যায় হাটের একাধিক কাপড়ের দোকান। ঠিক কী ভাবে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে যায় দমকলের ১২টি ইঞ্জিন। তবে কোনও হতাহতের খবর এখনও নেই।

Howrah Station : গোল্ডেন স্টেশনের শিরোপা হাওড়ার
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলাহাটের বহু কাপড়ের দোকান রয়েছে। শুক্রবার গভীর রাতে হঠাৎ এই হাটে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর দমকলকে খবর দেওয়া হয়। এক – দুটি করে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কয়েক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

Howrah Panchayat Election Result : &amp#39;ছিঃ! ভোটটাও দিতে দিল না&amp#39;, ডোমকলের পোস্টার ফেরাল ২০১৮-র পঞ্চায়েতের স্মৃতি
হাওড়া থানা থেকে কিছুটা দূরে এই মঙ্গলা হাট। বহু কাপড় ব্যবসায়ীর রুজিরুটি নির্ভর করে এই হাটের উপর নির্ভর করে। শুক্রবার রাতে হঠাৎ এই হাটে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। কাপড়ে সহ দাহ্য সামগ্রী থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। হাটের ছোট ছোট দোকানগুলোতে প্রচুর কাপড় মজুত ছিল। বেশির ভাগ দোকান বাঁশ এবং কাঠের তৈরি ছিল। যে কারণে আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।

TMC Shahid Diwas Video: উধাও বাস! ‘প্রাইভেটে কাজ করি, না-গেলে মাইনে কাটবে’

কী ভাবে আগুন লাগল তার তদন্ত শুরু করেছে দমকল এবং হাওড়া পুলিশ। কোনও ভাবে শট সার্কিট থেকে আগুন লেগেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শেষ পর্যন্ত মোট ১৩ টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছে। কাছেই গঙ্গা থাকায় জলের কোনও অভাব হয়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *