রাতের আগুন সকালেও! ক্ষোভে ফুঁসছেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা, ক্ষতিপূরণের আশ্বাস মন্ত্রীর


Howrah Mangla Haat : নতুন করে শুক্রবার সকালেও আগুন ছড়িয়ে পড়ল হাওড়া মঙ্গলা হাট সংলগ্ন অঞ্চলে। কিছু জায়গায় পকেট আগুন রয়ে যাওয়ায় কারণেই নতুন করে আগুন ছড়িয়ে পড়ে বলে দমকল সূত্রে খবর। তবে রাতভর দমকললের ইঞ্জিন মঙ্গলা হাটে কাজ করে যাওয়া এই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় বলে খবর। সকালে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী অরূপ রায়। মন্ত্রী এদিন স্থানীয় ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়েন।

Fire at Howrah Mangla Haat : হাওড়া মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান
মন্ত্রী অরূপ রায় এদিন জানান, হাওড়ার জেলা শাসকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। ব্যবসায়ীদের ক্ষতিপূরণের জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে। তবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের ষড়যন্ত্রের দাবি নিয়ে মন্ত্রীর বক্তব্য, পুরো ঘটনার তদন্ত করে দেখা হবে। যদি কেউ দোষী থাকে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাটে তোলাবাজির অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। সেটার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

Howrah Station : গোল্ডেন স্টেশনের শিরোপা হাওড়ার
বৃহস্পতিবার গভীর রাতে হাওড়া জেলার মঙ্গলা হাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাওড়া মঙ্গলা হাটে পুড়ে ছাই হয়ে যায় কয়েক হাজার দোকান। মঙ্গলা হাটে প্রায় পাঁচ হাজার বর্গফুট এলাকা ধরে কয়েক হাজার কাপড়ের দোকান ছিল। বস্ত্র সামগ্রী থাকার জন্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দমকলের তরফে জানানো হয়।

21 July Martyr&amp#39;S Day TMC Rally : হাওড়া ব্রিজও মুখ ঢাকল বিজ্ঞাপনে! তৃণমূলের ধর্মতলা চলো পোস্টারে ছয়লাপ
বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগার ঘটনা প্রথম লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের মোট ১৮টি ইঞ্জিন এসে হাজির হয় বলে জানা যায়। কয়েক লাখ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। তবে আগুন লাগার ঘটনায় ইতিমধ্যে ক্ষোভ ফুঁসছেন ব্যবসায়ীরা। গোটা হাটে সঠিক অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় কারণেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে বলে তাঁদের দাবি।

Howrah Panchayat Election Result : &amp#39;ছিঃ! ভোটটাও দিতে দিল না&amp#39;, ডোমকলের পোস্টার ফেরাল ২০১৮-র পঞ্চায়েতের স্মৃতি
দমকলের এক আধিকারিক এদিন জানান, আগুন নতুন করে লাগার কোনও বিষয় নেই। সকাল ছয়টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পুড়ে যাওয়া জিনিস এখন সরানোর কাজ চলছে। তবে ঠিক কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা দমকলের পক্ষে বলা সম্ভব নয়। এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীরা সঠিক তথ্য দিতে পারবেন বলে জানান তিনি।

Howrah Fire: নির্মীয়মান বহুতলে বিধ্বংসী আগুন, আতঙ্ক এলাকায়!

অন্যদিকে, পুলিশের দাবি ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রচুর বস্ত্র জাতীয় সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। দমকল যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। তবে বিশাল এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ায় কিছু অংশে পকেট আগুন রয়ে গিয়েছিল বলে দমকল সূত্রে জানান হয়েছে। সেই কারণেই এদিন সকালে ফের একটি জায়গায় আগুনের শিখা বাড়তে শুরু করে। দমকল তড়িঘড়ি সেখানে আগুন নেভানোর কাজে নামে।
হাওড়া ময়দানের প্রাণ কেন্দ্রে এই হাট হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও আগুন লাগার কারণ নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি দমকল। তবে ঘটনার পেছনে ষড়যন্ত্রে গন্ধ দেখতে পারছেন অনেকেই। ব্যবসায়িক ক্ষতির জন্য আগুন লাগানোর ব্যাপারে মত প্রকাশ করেছেন অনেকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *