সভা শুরু আগেই শহিদদের স্মৃতিচারণা, কর্মীদের জন্য বিশেষ বার্তা দিলেন অভিষেক


২১শে জুলাইয়ের সমাবেশের আগেই কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবেগের দিনে কর্মীদের চাঙ্গা করতে টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

21 July Martyrs Day TMC Rally : &amp#39;সব রেকর্ড ভেঙে দেবে…&amp#39;, ২৩-এর ২১শে জুলাই নিয়ে আবেগপ্রবণ অভিষেক
এদিন টুইট করে অভিষেক জানান, আজকের এই দিন, আমাদের হৃদয়ে অগণিত আবেগ জাগিয়ে তোলে! আজ, বাংলা ১৩ জন বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা অত্যাচারী শক্তির সঙ্গে লড়াই করে এবং গণতান্ত্রিক নীতিকে সমুন্নত রাখতে তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন।এই ঘটনা থেকে শিক্ষা আমি একটি ন্যায়সঙ্গত সমাজের জন্য কাজ করতে থাকব।

Abhishek Banerjee Vs Suvendu Adhikari : অভিষেকের &amp#39;স্বস্তি&amp#39;, &amp#39;বিড়ম্বনা&amp#39; বাড়ল শুভেন্দুর! হাইকোর্টের বড় নির্দেশ
আজ শুক্রবার, ধর্মতলায় তৃণমূলের কংগ্রেসের শহিদ দিবস অনুষ্ঠান। যদিও এ বছর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী নিহত হওয়ার কারণে এই দিনটিকে শ্রদ্ধা দিবস হিসাবে পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেই মর্মে সকল নেতৃত্বের কাছে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

গত পরশু থেকেই কলকাতায় বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মীরা আসতে শুরু করেছেন। বৃহস্পতিবার রাতেও কলকাতায় একাধিক জায়গায় কর্মীদের থাকার ব্যবস্থা, খাওয়া – দাওয়ার ব্যাবস্থা খতিয়ে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল রাত থেকেই যে পরিমাণ তৃণমূল কর্মী, সমর্থক শহরে এসেছেন তা দেখে আবেগপ্রবণ হয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

TMC Shahid Diwas : ‘ধর্মতলা চলো… ভাঙা মনের দেওয়ালে স্বপ্ন আঁকা ছিল…’

বৃহস্পতিবার রাতেই তিনি জানান, এবারের ২১ জুলাইয়ের ধর্মতলার সমাবেশ অন্যান্য সমস্ত বছরের রেকর্ড ভেঙে দেবে। এমনিতেই, কিছুদিন আগেই পঞ্চায়েত নির্বাচনে বিপুল সংখ্যক জয় পেয়েছে তৃণমূল। সব কয়টি জেলা পরিষদ আসন দখল করতে পেরেছে রাজ্যের শাসক দল। তার মধ্যেই এই সমাবেশ কর্মীদের বাড়তি উৎসাহ দেবে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *