সমাবেশ মিটতেই জঞ্জালের পাহাড় রাজপথে, ঝাঁটা হাতে সাফাই শুরু পুরকর্মীদের


TMC Shahid Diwas : দফায় দফায় বৃষ্টি, উত্তপ্ত ভাষণ আর লোকে লোকারণ্য কলকাতার প্রাণকেন্দ্র। ২১ তারিখের এই চেনা ছবি দীর্ঘদিন ধরেই দেখে আসছে নগরবাসী। তবে, দলনেত্রীর নির্দেশ শোনার পরেও আপামোর কলকাতাগামী যাত্রীদের ভিক্টোরিয়া-চিড়িয়াখানা দর্শন, পিকনিক মুডে শহর ভ্রমণের দৃশ্যও অচেনা। এত মানুষের মাঝে প্লাস্টিক আবর্জনায় ভরে ওঠে শহরের রাস্তা। মিটিং ভাঙার পর থেকেই এদিন শুরু হয় সাফাই অভিযান।

Eco Park Kolkata : &amp#39;আজ তো সব ফ্রি…!&amp#39; পাঁচিল টপকে ঢুকল শয়ে শয়ে মানুষ, হুলস্থূল ইকো পার্কে
এদিন ২১শের মঞ্চ থেকেই সরাসরি হাওড়ার মঙ্গলা হাটে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা ভাঙার পরেই আসতে আসতে মঞ্চের সামনে থেকে ভিড় কমতে শুরু করে। যদিও আগত আমন্ত্রিত সদস্যরা ধীরে ধীরে মিটিং সেরে প্রস্থান করতে শুরু করেন।

Mamata Banerjee Today Speech : &amp#39;বুদ্ধবাবুর আমলে কতজন খুন হয়েছিল?&amp#39; ভোট হিংসার সংখ্যাতত্ত্ব পর্যালোচনা মমতার
মঞ্চের সামনের অংশ ফাঁকা হতেই লক্ষ্য করা যায়, শত সহস্র প্লাস্টিক, বোতল, খাবারের পাত্র, প্যাকেটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তায়। মিটিং শেষ হওয়ার পর থেকেই এদিন কলকাতা পুরসভার সাফাই কর্মীরা কাজ শুরু করে দেন। মঞ্চের সামনের অংশ থেকে শুরু করে লেনিন সরণি থেকে এস এন ব্যানার্জি মোড় পর্যন্ত ধর্মতলা চত্বর জুড়ে সাফাইয়ের কাজ শুরু করে দেওয়া হয়।

Mamata Banerjee 21 July TMC Sahid Diwas: একুশের সকালে মমতার বাড়ির সামনে সশস্ত্র সন্দেহভাজন! গ্রেফতার করল পুলিশ
এত বড় রাজনৈতিক সমাবেশের কয়েক ঘণ্টার পেছনে অনেক মানুষের কিছুটা অর্থ সংস্থানের সুযোগ থাকে। বিভিন্ন খাবার দ্রব্য, রকমারি জিনিস বিক্রি-বাট্টার আসর বসে। স্বাভাবিক ভাবেই, এই কয়েক ঘণ্টার মধ্যেই রাস্তা জুড়েও অনেকটাই জঞ্জাল জমে ওঠে আনাচে কানাচে। এদিন সভার পর থেকেই সাফাই কর্মীরা ঝাঁটা হাতে রাস্তা সাফাইয়ের কাজ শুরু করে দেন।

TMC Shahid Diwas News : ২১-এর সমাবেশ শেষ হতেই ঝাড়ু হাতে শুরু সাফাই

অন্যান্য বছরের ন্যায় ৯৩ সালের ২১ জুলাইয়ের ১৩ জন কংগ্রেস কর্মীর মৃত্যুর স্মরণে শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। মাঝে করোনা কালে ভার্চুয়ালি এই সভার আয়োজন করা হলেও শেষ দুই বছর কলকাতার বুকে শহিদ দিবসের আয়োজন করা হয়। কলকাতা পুলিশের তরফে জানা গিয়েছে, এবারেও শহরে জনসমাগমের সংখ্যা বেশ কয়েক লাখ পেরিয়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *