21 July TMC Shahid Diwas : মালয়েশিয়া থেকে ফিরে ২১শে’র সমাবেশে যোগ, ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু কুতুবউদ্দিনের – 21 july tmc shahid diwas 2023 live update haringhata youth qutbuddin lost life way to home from tmc martyr rally


Trinamool Congress Shahid Diwas 2023 : কাজ করতেন সুদূর মালয়েশিয়াতে। বাড়ি ফিরেছিলেন ছুটিতে। সেই ছুটির মধ্যে প্রিয় দল তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাইয়ের সমাবেশে অংশ নিতে এসেছিলেন কুতুবউদ্দিন মণ্ডল। কিন্তু ভাগ্যের পরিহাসে আর বাড়ি ফেরা হল না তাঁর। লোকাল ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল ওই তৃণমূল সমর্থকের।

জানা গিয়েছে, ২১শে জুলাই ধর্মতলা থেকে বাড়ি ফেরার পথে বারাসত ১১ নম্বর রেলগেটের কাছে বাথরুম করতে নামে ওই যুবক। সেই সময় আপ বনগাঁ লোকাল আসছিল। কিন্তু টের পাননি কুতুবউদ্দিন। ট্রেনটি সজোরে ধাক্কা মারে ওই যুবককে। তড়িঘড়ি তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

TMC 21 July Shahid Diwas : সমাবেশ সেরে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, খড়গপুরে মৃত ১ তৃণমূল কর্মী
মৃত যুবকের নাম কুতুবউদ্দিন মণ্ডল। বাড়ি হরিণঘাটার ফতেপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়ায় বলে জানা গিয়েছে। পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের ব্যাপক সাফল্যের কথা জানার পরে মালয়েশিয়া থেকে হরিণঘাটার বাড়িতে ফেরেন তিনি। ২১শে জুলাই যোগদানের উদ্দেশ্যে আসেন বাড়িতে, এমনটাই জানিয়েছেন তাঁর সঙ্গে থাকা তৃণমূল কর্মীরা।

নদিয়ার হরিণঘাটার বাসিন্দা কুতুবউদ্দিন মণ্ডলের বয়স ৩২। আজ ধর্মতলা থেকে বাড়ি ফেরার পথে বিকেলে বাথরুম করবে বলে গাড়ি থেকে নামেন বারাসতের ১১ নম্বর রেলগেটে। সেখানে দূর থেকে দেখতে না পাওয়া লোকাল ট্রেনটি তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

21 July Martyr’s Day Rally: ২১-এর সভায় প্রথমবার থাকছেন না কেষ্ট, নেতার অনুপস্থিতিতে ‘বড় বিপদ’-এ তৃণমূল নেতা-কর্মীরা
২১শে জুলাইয়ের সমাবেশ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল নদিয়ার এই তৃণমূল সমর্থকের। বারাসত থানা ও জিআরপি কুতুবুদ্দিন মণ্ডলকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সঙ্গে সঙ্গে নিয়ে আসলে তাঁকে বাঁচানো যায়নি। তারপরেই শোকে ভেঙে পড়েন কুতুবউদ্দিনের সঙ্গে আসা তৃণমূল সমর্থকরা।

মৃতের সঙ্গে থাকা এক তৃণমূল সমর্থক বলেন, ‘অনেক বছর আগে থেকেই কুতুবউদ্দিন দিদির বড় ভক্ত। সেই কারণে তৃণমূলকে সে এত ভালবাসত। আর তাই ছুটি নিয়ে মালয়েশিয়া থেকে বাড়ি এসেছিল যাতে ২১শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে পারে। কিন্তু এরকম ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যাবে, আমরা কেউই ভাবতে পারিনি।’

TMC 21 July Shahid Diwas Live : ভিক্টোরিয়া-চিড়িয়াখানায় তৃণমূল কর্মীদের ভিড়! ধর্মতলামুখী সমর্থকরা বললেন…
ওই তৃণমূল সমর্থক আরও বলেন, ‘সমাবেশে আমরা একসঙ্গে গিয়েছিলাম। খাওয়া দাওয়াও করেছি। পথে ফেরার সময় কুতুবউদ্দিন বলে প্রস্রাব করতে নামবে। কিন্তু ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ায় গাড়ির চালক ওই রেল গেটের সামনে গাড়িটি দাঁড় করান। সেও নেমে প্রস্রাব করতে যায়। কিন্তু ট্রেন যে আসছে সেটা কুতুবউদ্দিন নিজে বা আমরা কেউই খেয়াল করিনি। এই একটি ছোট কারণের জন্য আমরা কুতুবউদ্দিনকে হারিয়ে ফেললাম।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *