Ballot Eaten By TMC : ‘গোরু-ছাগল মতো ব্যালটও চিবিয়ে খাচ্ছে…’, তৃণমূলকে তীব্র আক্রমণ BJP বিধায়কের – bankura bjp mp criticises tmc over panchayat election ballot paper chewing issue


West Bengal News : সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে ‘মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ ও শাসক তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়া’র অভিযোগ তুলে রাজ্যব্যাপী BDO অফিস ঘেরাও কর্মসূচি নিল BJP। শুক্রবার ওই কর্মসূচির অঙ্গ হিসেবে বাঁকুড়া – ১ ব্লক ও সোনামুখীতে ঘেরাও অভিযানে সামিল হলেন দলের নেতা কর্মীরা। এদিন এই কর্মসূচীর নেতৃত্বে ছিলেন বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও সোনামুখীর BJP বিধায়ক দিবাকর ঘরামী।

যে কোনও ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুই ব্লক অফিস চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছিল প্রশাসন। নীলাদ্রি শেখর দানা এদিন বলেন, ‘ছাগল গোরুর মতো অবলা প্রাণীদের আমরা গাছ সহ অন্যান্য জিনিস খেতে দেখেছি। তাই বলে মানুষ কাগজের ব্যালটও চিবিয়ে খাচ্ছে এই ঘটনা সত্যিই বিস্ময়কর। তৃণমূল শুধুমাত্র ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে কত নিচে নামতে পারে এবারের পঞ্চায়েত নির্বাচন তারই প্রমাণ। নির্বাচনে যেভাবে ভোট লুঠ, সন্ত্রাস হয়েছে তারই প্রতিবাদে এদিনের এই আন্দোলন।’

BJP In West Bengal : জলপাইগুড়িতে BDO অফিস ঘেরাও BJP-এর, কেন্দ্রীয় বাহিনী সঙ্গে ধস্তাধস্তিতে ধুন্ধুমার
প্রয়োজনে আগামী দিনে পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম স্তব্ধ করে দেবেন বলেও তিনি হুঁশিয়ারী দেন। এদিন সোনামুখীতে BJP বিধায়ক দিবাকর ঘরামী শুভেন্দু অধিকারীকে ভীমের সঙ্গে তুলনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উরুভঙ্গের হুঁশিয়ারি দেন।

সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বোর্ড গঠনের দিন যতগুলো তৃণমূলের নেতা যাবে একটাও ফিরে আসবে না। গ্রাম পঞ্চায়েত কারও পৈতৃক সম্পত্তি নয়। বোর্ড গঠন আটকাবে! জেনে রেখো বোর্ড গঠনের দিন যতগুলো তৃণমূলের নেতা যাবে তাঁরা কেউ ফিরে আসবে না।’

Mamata Banerjee Speech 21 July : ‘শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত গঠন করুন…CPIM-এর মতো নয়’, বার্তা দলনেত্রীর
নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে আজ বাঁকুড়ার সোনামুখীর BDO অফিসে বিক্ষোভ ডেপুটেশন দিতে গিয়ে এই ভাষাতেই তৃণমূলকে হুঁশিয়ারি দেন দিবাকর ঘরামী। এদিন তাঁর বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্যোধন হিসাবে কটাক্ষ করে তাঁর উরুভঙ্গের হুঁশিয়ারিও দেন তিনি।

সোনামুখীর BJP বিধায়কের অভিযোগ, BJP-র সংখ্যাগরিষ্ঠতা থাকা পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠন নিয়ে হুমকি হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল। বিধায়ক বলেন, ‘তৃণমূল ওই পঞ্চায়েত গুলিতে BJP-র বোর্ড গঠন করতে দেবে না বলছে।’

Trinamool Congress : রাতের অন্ধকারে BJP-র জয়ী প্রার্থীর তৃণমূলে যোগদান! ঘটনায় বিতর্ক মালদায়
এই প্রসঙ্গ টেনে বিধায়ক দিবাকর ঘরামী বলেন, ‘মানুষের ভোটে জিতে BJP ওই গ্রাম পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠন করবে। গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়। ওইদিন তৃণমূলের নেতারা আটক করতে গেলে আর ফিরে আসবে না।’

দিবাকর ঘরামী আরও বলেন, ‘শুধুমাত্র রাজা হওয়ার লোভে দুর্যোধন একের পর এক অন্যায় করেছিলেন। সেই সময় তার উরু ভাঙার জন্য ভীম প্রতিজ্ঞা করেছিলেন। এই রাজ্যেও ভীম তৈরী হয়েছে। ভীম হিসাবে শুভেন্দু অধিকারী দুর্যোধন অভিষেকের উরু ভাঙবেন। যুধিষ্ঠির রূপী সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই রাজ্যে দুর্যোধনদের বধ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *