Bankura News : পরিবেশ সচেতনতার বার্তা দেওয়াই লক্ষ্য, সাইকেল নিয়ে মহাকালেশ্বর যাত্রা শিব ভক্তদের – shiva devotees started a journey from bankura to mahakaleshwar in madhya pradesh to spread the message of environmental awareness


পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে এবার সাইকেল চালিয়ে মধ্যপ্রদেশের মহাকালেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন বাঁকুড়ার শিব ভক্তরা। শুক্রবার সকালে শহরের ‘ইন্দারাগোড়া বোল বোম’ কমিটির ১৬ থেকে ৬৯ বছর বয়সী ৪০ জন সদস্য দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। ইন্দারাগোড়া বোল বোম কমিটির তরফে জানানো হয়েছে, শুধু ধর্মীয় আবেগ নয়, পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াও তাঁদের বিশেষ উদ্দেশ্য। এবার ২২ তম বর্ষে ‘জল বাঁচান, পরিবেশ রক্ষা করুন, গাছ লাগান’ বার্তাকে সামনে রেখেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিটি।

Paschim Medinipur News : পাখিদের খাবার জোগাতে বট, অশ্বত্থের চারা বিলি করেন সুভাষ
এর আগে একই বিষয় নিয়ে নেপাল, সিকিম, ভূটান, বারাণসী, এলাহাবাদ, রাজগীর, ভূবনেশ্বর ছাড়াও গত বছর কেদারনাথ ঘুরে এসেছেন শিব ভক্তরা। এবার ৪০ জন সদস্য ২১ দিনে ১৪৭৫ কিলোমিটার এই সাইকেল যাত্রায় শুশুনিয়ার পাহাড়ী ঝর্ণা থেকে জল নিয়ে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছেন।

BJP MLA : ‘বাবার আশীর্বাদে শুভ শক্তির উদয় হোক’, তারকেশ্বর যাত্রার পথে মন্তব্য BJP বিধায়কের
যাত্রা পথে তাঁরা পরিবেশ সচেতনতার বার্তাই ছড়িয়ে দিতে চান বলে জানান। মহাকালেশ্বর পথ যাত্রী বিশ্বজিৎ কর্মকার এই বিষয়ে বলেন, ‘২০০১ সাল থেকে শুশুনিয়ার ধারার জল নিয়ে দেশের বিভিন্ন শিব মন্দিরে পৌঁছে যাই। এবার আমাদের লক্ষ্য সাইকেলে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির।
ধর্মীয় কাজের পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দেওয়াটাও আমাদের অন্যতম মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে সাইকেল যাত্রা আমাদের অন্যতম অংশ’। এবারই প্রথম এই সাইকেল যাত্রায় অংশ নিচ্ছেন ৬৯ বছরের ‘তরতাজা যুবক’ জওহরলাল সাহা।

Buxa Tiger Reserve: বক্সার জঙ্গলে চালু হচ্ছে সাইকেল রাইডিং, পর্যটনে বড় চমক জেলা প্রশাসনের
উত্তর ২৪ পরগনার দমদমের বাসিন্দা এই মানুষটি বলেন, ‘ফেসবুকের মাধ্যমে ‘ইন্দারাগোড়া বোল বোম’ কমিটির সদস্যদের সঙ্গে প্রথম যোগাযোগ হয়। এবার আমিও তাঁদের সঙ্গে সাইকেল যাত্রায় অংশ নিলাম’। ‘বিশ্ব শান্তি’র প্রার্থনাই তিনি বাবা মহাকালেশ্বরের কাছে জানাবেন বলে জানান। সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘এটা তো শুধুই জল ঢালতে যাওয়া নয়। পরিবেশ সম্পর্কে একটা স্বচ্ছ ধারনা দেওয়া হবে যাত্রা পথে। আমাদের এই সাইকেল যাত্রার পথে যে যে মানুষের মুখোমুখি হব আমরা, সবার কাছেই পরিবেশ বাঁচানোর বার্তা তুলে ধরব।

Puri Jagannath Temple Mahaprasad : মহাপ্রসাদ নিতে দিতে হবে কত টাকা? পুরীর মন্দিরে টাঙানো হচ্ছে রেট চার্ট
গাছ লাগানোর উপকারিতার কথা বলব। কারণ, গাছ না থাকার ফলেই আজকে এই ধরনের তীব্র গরমের মুখোমুখি হতে হচ্ছে সকল মানুষকে। শুধু পরিবেশ বাঁচাও বললেই হবে না, সবাইকে এগিয়ে আসতে হবে, গাছ লাগাতে হবে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *