India Nepal Border : পানিট্যাঙ্কিতে ধৃত চিনা নাগরিক – ssb arrested a chinese while entering india from nepal


এই সময়, শিলিগুড়ি: অবৈধ ভাবে নেপাল থেকে ভারতে প্রবেশের সময়ে এক চিনা নাগরিককে গ্রেপ্তার করল এসএসবি। বুধবার দুপুরে ভারত-নেপাল সীমান্ত চৌকি পানিট্যাঙ্কি হয়ে ওই চিনা নাগরিক ভারতে প্রবেশের সময়ে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম ইয়ংজিং পেঙ। তাঁর বাড়ি চিনের গুয়াংডঙ প্রদেশে। নেপালে ওই ব্যক্তি একটি ক্যাসিনোতে চাকরি করতেন বলে এসএসবি’র কাছে দাবি করেছেন। তাঁর কাছে চিনা পাশপোর্ট এবং নেপালে বসবাসের ভিসা রয়েছে।

Seema Haider Case : পাবজি প্রেমকাণ্ডে নয়া মোড়, প্রেমিককে নিয়ে বেপাত্তা সীমা
ভারতে ঢোকার জন্য প্রয়োজনীয় ভিসা ছিল না। পানিট্যাঙ্কি হয়ে ওই ব্যক্তি ভারতে ঢোকার সময়ে সন্দেহবশত এসএসবি জওয়ানরা ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি শুরু করেন। সেই সময়ে ভারতীয় ভিসা না-মেলায় জেরা শুরু হয়। চিনা নাগরিকের বক্তব্য স্পষ্ট না-হওয়ায় একজন দোভাষীকে ডেকে এনেও জেরা করা হয়। কিন্তু কেন ওই ব্যক্তি ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন, সেটা এখনও স্পষ্ট নয়। বুধবার রাতেই এসএসবি ওই চিনা নাগরিককে খড়িবাডি় থানার হাতে তুলে দেয়। বৃহস্পতিবার তাঁকে শিলিগুড়ি আদালতে হাজির করানো হয়।

India China Border Dispute : পূর্ব লাদাখে চিনা আগ্রাসন! বাফার জোনে তাঁবু স্থাপনের অভিযোগ লাল ফৌজের বিরুদ্ধে
২০২১ সালেও এক চিনা নাগরিক বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফের হাতে ধরা পড়েন। তার পরে আরও এক চিনা নাগরিক খড়িবাড়ি থানা এলাকায় এক ভারতীয় এজেন্ট সহ ধরা পড়েন। ওই ভারতীয় এজেন্ট তাঁকে নেপাল থেকে ভারতে প্রবেশের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বলে অভিযোগ। ধৃত চিনা নাগরিকের কাছে একটি ভারতীয় প্যান কার্ড মিলেছিল। তার পর থেকেই পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে বিদেশিদের প্রবেশের সময়ে নজরদারি আরও বাড়ানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *