বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছ, গত ১৭ তারিখ এই বিষয়ে পশ্চিমবঙ্গ পরিবহণ নিমগের ময়দান তাঁবুতে এক যৌথ সভার আয়োজন করা হয়। সেই সভায় ছিলেন, পরিবহণ বিভাগের সচিব সৌমিত্র মোহন। বৈঠকে মেট্রোর কাজের জন্য ময়দান এলাকার ৫টি ক্লাবকে অস্থায়ীভাবে বন্ধ রাকার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে যে ক্লাবগুলি অস্থায়ীভাবে বন্ধ থাকবে সেগুলি হল, কলকাতা পুলিশ ক্লাব, কলকাতা কেনেল ক্লাব, রাজস্থান ক্লাব, কালীঘাট ক্লাব এবং খিদিরপুর স্পোর্টিং ক্লাব। এক্ষেত্রে ক্লাবগুলিও মেট্রোর সঙ্গ সহযোগিতা করতে সম্মত হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কৌশিক মিত্র।
সভায় উপস্থিত সমস্ত ক্লাবের প্রতিনিধিরা নিজেদের ক্লাবগুলি বন্ধ বা স্থানান্তর করতে সম্মত হয়েছে। এক্ষেত্রে কলকাতা পুলিশ স্থায়ীভাবে কলকাতা পুলিশ ক্লাব এবং কলকাতা মাউন্টেড পুলিশ প্যাডক ও রাইডিং স্কুলকে বর্তমান স্থান থেকে স্থায়ীভাবে স্থানান্তরের জন্য একটি জায়গা চিহ্নিত করেছে।
প্রসঙ্গত, শহর কলকাতার অন্যতম পরিবহণ মাধ্যম মেট্রো রেল। প্রতিদিনই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির প্রচুর মানুষের যাতায়াতের প্রধান মাধ্যমই হল এটা। বর্তমানে কাজ চলছে ইস্ট ওয়েস্ট মেট্রোর। যদিও সাম্প্রতিককালে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে বউবাজার এলাকায় খননকার্যের তীব্র শব্দের জন্য রাতের বেলায় কাজ বন্ধ রাখার আবেদন জানান হয়। যার প্রেক্ষিতে রাতে ৪ ঘণ্টা খননকার্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ। যদিও মেট্রোর এই সিদ্ধান্তে খুব একটা খুশি হনন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে চলছে জোকা-এসপ্ল্যানেড মেট্রোর কাজও। ইতিমধ্যেই কাজ অনেকটা এগিয়েও গিয়েছে। আর সেই কাজেরই অঙ্গ হিসেবে আপাতত ক্লাবগুলি অস্থায়ীভাবে বন্ধ বা সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ মনে করছে এই লাইনটির কাজ শেষ হলে, আরও প্রচুর মানুষের সুবিধা হবে। এখন দেখার শেষ পর্যন্ত কবে সম্পন্ন হয় এই লাইনের কাজ।