Lok Sabha Election : প্রস্তুতি শুরু, বৈঠকে ডাক ডিএম-দের – district magistrates have been called to a meeting by the state election commission for lok sabha polls preparations


এই সময়: আগামী বছর লোকসভা ভোট। এ বার ভোটার তালিকা সংশোধনে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। কাল, শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জেলাশাসকদের বৈঠক ডাকলেন কলকাতায়। প্রত্যেককে সশরীরে যোগ দিতে বলা হয়েছে। দিল্লি থেকেও নির্বাচন কমিশনের একটি দল এই বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছে বলে খবর। ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে ১ নভেম্বর। ইভিএমের প্রাথমিক পর্যায়ের পরীক্ষা শুরু হবে অগস্টে। ভোটের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার আগে পরিকাঠামোগত প্রস্তুতি সেরে রাখাই এর লক্ষ্য।

Dakshin 24 Pargana News : BJP-র টিকিটে জিতে TMC-র সার্টিফিকেট পেলেন প্রার্থী, সোনারপুরে ব্যাপক হইচই
কমিশনের নির্দেশে ভোটার তালিকা সংশোধন নিয়ে জেলা স্তরে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক, ইআরও-সহ আধিকারিকদের প্রশিক্ষণ শুরু করেছেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক। লোকসভা ভোটের কথা মাথায় রেখে ভোটার তালিকা সংশোধনে ‘ইআরওনেট’ সফ্টওয়ারের ত্রুটি সংশোধন করে আধিকারিকদের ব্যবহারের উপযোগী করেছে কমিশন। মৃতদের নাম যাতে কোনও ভাবেই তালিকায় না থাকে, সংশোধনের সময়ে সে দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন।

Justice Amrita Sinha: ভোটারের থেকেও বুথে ভোটের সংখ্যা বেশি! ‘ভুতুড়ে কাণ্ড’ নিয়ে রিপোর্ট তলব বিচারপতি সিনহার
গত বিধানসভা ভোটে কলকাতা-সহ একাধিক জেলায় লিস্টে মৃত ব্যক্তিদের নাম থাকা নিয়ে সোচ্চার হয়েছিলেন বিরোধীরা। পরে কমিশনের হস্তক্ষেপে বিশেষ অভিযানে তা বাদ দেওয়া হয়। এ বার প্রথম থেকেই সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি, প্রকৃত বাসিন্দাদের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে, গুরুত্ব দেওয়া হচ্ছে সে দিকেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *