Mamata Banerjee Security Breach: মুখ্যমন্ত্রীর পাড়ায় ‘সশস্ত্র আগন্তুক’ কি গোয়েন্দা? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য – mamata banerjee security breach a person with firearms arrested from chief minister residence locality


একুশের সকাল মহা শোরগোল শহরে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। একুশের সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে থেকে গ্রেফতার এক সন্দেহভাজন। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছাড়াও মিলেছে একাধিক চাঞ্চল্যকর জিনিস। জানালেন খোদ নগরপাল বিনীত গোয়েল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এদিন সকালে পুলিশ লেখা বোর্ড লাগানো গাড়ি নিয়ে যে যুবক অপেক্ষা করছিলেন। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করে নিরাপত্তায় মোতায়েন থাকা পুলিশ। সন্দেহভাজন নিজেকে আইবি-এর কর্মী বলে দাবি করেন। দেখান পরিচয়পত্রও। সেই আইডি কার্ড পরীক্ষা করে দেখতেই বোঝা যায় সেটি ভুয়ো। সঙ্গে সঙ্গে বাকি পুলিশকর্মীদেরও সতর্ক করা হয়। সবাই মিলে ঘিরে ধরে ওই গাড়ি এবং গ্রেফতার করা হয় যুবককে।

Mamata Banerjee 21 July TMC Sahid Diwas: একুশের সকালে মমতার বাড়ির সামনে সশস্ত্র সন্দেহভাজন! গ্রেফতার করল পুলিশ

পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, ‘ওই যুবকের কাছ থেকে একাধিক এজেন্সির আই কার্ড মিলেছে। এছাড়া পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র, ভোজালি ও কয়েক প্যাকেট গাঁজা। ধৃতের নাম শেখ নুর আলম। সে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। পুলিশকর্মীরা সময় মতো তাঁকে গ্রেফতার করেন। আগ্নেয়াস্ত্র নিয়ে কেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তি এসেও ছিলেন একটি পুলিশের স্টিকার লাগানো গাড়িতে। স্থানীয় থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই যুবককে।’ পুলিশ সূত্রে খবর, লালবাজার থেকে উচ্চপদস্থ আধিকারিকরা কালীঘাট থানায় পৌঁছেছে ওই ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য। তিনি একেকবার এক রকম কথা বলছেন। তবে তিনি পুলিশকে জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।

Suvendu Adhikari : ‘নাচগান-পাগলু ড্যান্সের মঞ্চ’, TMC-র শহিদ স্মরণকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘এমনটাই তো হবে। আগে পুলিশের কাজ ছিল পদস্থ ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া, এখন পুলিশকে বাজার করতে কাজে লাগে। পুলিশ ফুটবল বিতরণ করে। মেলা করায়। এই ঘটনায় পুলিশ কমিশনের পদত্যাগ করা উচিত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *