সম্প্রতি বেঙ্গালুরুর বৈঠকে ২৬টি বিরোধী দলের বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানে বিজেপি নেতৃত্বাধীন NDA-র বিরুদ্ধে INDIA জোট তৈরি করেছে ২৬টি বিরোধী দল। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে সেই নিয়ে মুখ খুলছেন তৃণমূলের সর্বময় নেত্রী।
লাখ লাখ তৃণমূল কর্মী-সমর্থক ও দলীয় নেতাদের সাক্ষী রেখে মমতা বলেন, ‘আমি খুশি, ২০২৪-র লোকসভা নির্বাচনের আগে আমরা INDIA নামে একটি জোট তৈরি করতে পেরেছি। গোটা ভারতবর্ষে এই ব্যানারে লড়াই হবে। আমরা কোনও চেয়ারকে কেয়ার করি না। আমরা চাই গোটা দেশ থেকে বিজেপি রাজনৈতিকভাবে বিদায় নিক।’
মমতা আরও বলেন, ‘বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না। বিজেপি সব সীমা পার করে ফেলেছে। আমি বক্তৃতা দিতে বেশি পছন্দ করি না। মণিপুরে কী ঘটনা ঘটল! আমি এখান থেকে বলছি আমরা এবং গোটা দেশ মণিপুরে পাশে রয়েছি। বেটি বাঁচাও বেটি পড়াওয়ের নামে স্লোগান দিচ্ছে, আর এদিকে এমন লজ্জাজনক ঘটনা ঘটছে।’
২০২২ সালের ২১ জুলাইয়ের সমাবেশ শেষের পরই রাতে তৎকালীন শিল্পমন্ত্রীর বাড়িতে অভিযান চালায় ইডি। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থকে গ্রেফতার করা হয়। রাশি রাশি টাক উদ্ধার হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এদিনের মঞ্চ থেকে ২১ জুলাইয়ের সভা শেষে ইডি-সিবিআই ‘তৎপরতা’ নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন তৃণমূলনেত্রী।
মমতা বলেন, ‘সভা শেষের দু-তিন দিন পর থেকে আবার সিবিআই-ইডি ঘুরে বেড়াবে। আমরা এগুলো জানি। এইসব জেনে বুঝেই আমরা এই লড়াইয়ে নেমেছি। এই লড়াইয়ে হয় আমাকে জেলে পুড়বে নয় আপনাকে গ্রেফতার করবে। কিন্তু এসব আমরা ভয় পাই না। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে… ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের রাজ্য পরপর পাঁচবার ১০০ দিনের কাজে প্রথম হয়েছে। বাংলার নেতাদের কথায় টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।’
