TMC Shahid Diwas 2023 : চুলে ‘জোড়াফুল ছাঁট’, লেখা নেত্রীর নাম! ‘মমতাকে ভালোবাসি…’ বলে ধর্মতলা রওনা তৃণমূলকর্মীর – bardhaman trinamool congress worker makes special hairstyle for 21 july shahid diwas 2023


বিশেষ সাজে বর্ধমান থেকে ২১শের সমাবেশের উদ্দেশে রওনা দিলেন এক তৃণমূল কর্মী। ওই তৃণমূল কর্মী বিশেষ সাজ দেখে হাঁ করে তাকিয়ে ছিলেন অন্যান্য কর্মী সমর্থকরা। বিশেষভাবে মাথার চুল কেটে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লিখেছেন শেখ সের আলি। একই সঙ্গে মাথায় তিনি জোড়াফুলের প্রতীক এঁকেছেন। বিশেষ সাজে হাতে দলীয় পতাকা

সের আলি বাহিরসর্বঙ্গলা পাড়ার বাসিন্দা বলেই জানা গিয়েছে। ইচ্ছে ছিল পায়ে হেঁটেই পৌঁছাবেন ২১শের শহিদ সমাবেশে। কিন্তু তা আর হল না, ট্রেনে চেপেই বাকি কর্মী সমর্থকদের সঙ্গে ধর্মতলার উদ্দেশে রওনা দিলেন তিনি। শুক্রবার সকালে বাহিরসর্বঙ্গলা পাড়া থেকে র‍্যালি করে বর্ধমান স্টেশনে আসেন সের আলি।

21 July TMC Shahid Diwas : ‘এবারের সমাবেশে রেকর্ড ভিড় হবে’, ২১শে জুলাইয়ের প্রচারে দাবি তৃণমূল নেতার
তার মতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় খাঁটি সোনা। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কেউ পরাজিত করতে পারেনি। এমনকী, তাঁর প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার দিল্লির দরবারে দেখতে চান বর্ধমানের এই তৃণমূলকর্মী। ২১ শে জুলাই উপলক্ষে একদিকে যেমন ধর্মতলা সেজে ওঠে তেমনই সের আলি নিজেকে সাজাতে একদিন আগে থেকেই প্রস্তুত শুরু দেন। মাথায় চুল কেটে একদিকে লিখেছেন মমতা মাঝে ঘাসফুলের প্রতীক ও আর একপাশে অভিষেক। প্রত্যেক বছরই বিশেষ সাজে তিনি ধর্মতলা যান বলে জানা গিয়েছে।

TMC 21 July Shahid Diwas Live : ভিক্টোরিয়া-চিড়িয়াখানায় তৃণমূল কর্মীদের ভিড়! ধর্মতলামুখী সমর্থকরা বললেন…
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ সের আলি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জান-প্রাণ দিয়ে ভালোবাসি। সেই কারণেই বিশেষভাবে চুল কেটেছি। প্রত্যেকবারই আমি এমন করি। মমতা বন্দ্যোপাধ্যায় খাঁটি সোনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় খাঁটি সোনা। তাদেঁর জন্য আমি তুলে এমন ছাঁট দিয়েছি। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কেউ হারাতে পারেনি। মানুষ দেখিয়ে দিয়েছে যে মমতা খাঁটি সোনা। এবার ২১ জুলাইয়ের ধর্মতলার উদ্দেশে রওনা দেব। কে কী বলল, আমার কিছু এসে যায়। আমি যতদিন বাঁচব মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই কাজ করব।’

TMC 21 July Shahid Diwas Live : ভরসা নৌকা! ২১শে জুলাইয়ের সমাবেশের পথে সুন্দরবনের তৃণমূল সমর্থকরা
সকাল থেকে ধর্মতলায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে তৃণমূলকর্মী সমর্থকরা ধর্মতলা মুখী। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে বড় জয় পেয়েছে তৃণমূল। এবারের শহিদ সমাবেশে রেকর্ড ভিড় হবে বলে দাবি করছেন তৃণমূল নেতৃ্ত্ব। এবারের পঞ্চায়েত নির্বাচন বড় জয়ের পর আগামী বছরের লোকসভা নির্বাচন এখন তৃণমূলের ‘পাখির চোখ’। লোকসভা নির্বাচন নিয়ে ২১-র মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *