West Bengal Police DG Manoj Malaviya: ই-মেলে অভিযোগ, কোনও তথ্য-প্রমাণ মেলেনি! পাঁচলা প্রসঙ্গে রাজ্য পুলিশের ডিজি – west bengal police dg manoj malaviya comments on howrah panchla bjp woman leader harassment case


“মণিপুরের মতো ঘটনা ঘটেছে বাংলার হাওড়ার পাঁচলাতে। শুধু তার ভিডিয়ো হয়নি।” রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদারের দাবিকে ঘিরে তোলপাড় হয়েছে গোটা বঙ্গ। এবার এই গোটা ঘটনা প্রসঙ্গে তথ্য দিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।

তিনি জানান, ই মেল মারফত এই ঘটনা সম্পর্কে একটি অভিযোগ পায় পুলিশ। আর এর উপর ভিত্তি করে ১৪ তারিখ দায়ের করা হয় একটি FIR এবং তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু, এখনও পর্যন্ত তদন্ত মোতাবেক পাঁচলার ঘটনার কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

Howrah Panchla News : BJP-র মহিলা প্রার্থীকে নগ্ন করে হেনস্থার অভিযোগ, পাঁচলার ঘটনা নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি
মনোজ মালব্য বলেন, “৮ তারিখ দিনের বেলা ১১ টার সময় বুথে ঘটেছে বলে দাবি করা হয়েছে। ভোটের দিন বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী ছিল। তাদের তরফেও কোনও অভিযোগ আসেনি। আমরা অভিযোগ পাওয়ার পর ওই মহিলা এবং তাঁর স্বামীকে বারবার মেসেজ পাঠিয়েছি গোপন জবানবন্দি দেওয়ার জন্য। কিন্তু, তাঁরা এগিয়ে আসেননি। তিনি বলছেন চোট পেয়েছেন। সেক্ষেত্রে কোথায় তিনি চিকিৎসা করালেন তার মেডিক্যাল স্লিপ চেয়েছে পুলিশ। কিন্তু, এখনও পর্যন্ত তা জমা করা হয়নি। পাঁচলায় এই ধরনের কোনও রকম তথ্য প্রমাণ পাওয়া যায়নি।”

Locket Chatterjee BJP : পাঁচলায় নারী নির্যাতন, রাজ্যের প্রসঙ্গ টেনে কেঁদে আকুল লকেট
পাশাপাশি বুথের ভেতরে CCTV ফুটেজ খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই তা স্থানীয় বিডিওর থেকে চেয়ে পাঠানো হয়েছে বলে জানান রাজ্য পুলিশের ডিজি। তিনি আরও বলেন, “নির্বাচনের পর ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী, সেখানে গিয়েছিল BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তারাও আমাদের এই বিষয়ে কিছু জানায়নি।” যেখানে এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে তার আশেপাশের CCTV ফুটেজ খতিয়ে দেখা হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে।

Manipur Violence Latest News : মণিপুরের ঘটনায় চিহ্নিত ‘দোষী’, গ্রেফতার ১
পাঁচলায় পঞ্চায়েত সমিতির ২০ নম্বর আসনে গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন ওই মহিলা। ভোটের দিন বুথের মধ্যে তাঁকে নিগ্রহের শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে। তাঁকে বিবস্ত্র করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। যদিও যাবতীয় দাবি ভুয়ো এমনটাই দাবি করেছিলেন পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক।

এদিকে পাঁচলার ঘটনাকে সামনে রেখে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন লকেট চট্টোপাধ্যায়। তিনি কান্না জড়ানো গলায় বলেন, “আমরাও বাংলার মেয়ে। বাংলায় নারীদের উপর অত্যাচার করা হচ্ছে। মণিপুরের ঘটনা লজ্জাজনক। কিন্তু, পঞ্চায়েত ভোটে বাংলাতেও নারীদের উপর অত্যাচার হয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *