Arjun Singh : ‘বেআইনিভাবে কাজ করা ঠিক নয়’, তৃণমূল চালিত পুরসভাকে তোপ দেগে মন্তব্য সাংসদ অর্জুনের – arjun singh stood by the old woman in the case of building a garden by blocking the road in bhatpara municipality


জমিতে ঢোকার রাস্তা আটকে রাতারাতি গড়ে উঠেছে উদ্যান। ভাটপাড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের শ্যামনগর গাঙ্গুলি পাড়ার এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে। ঠিক মূলাজোড় ভারতচন্দ্র গ্রন্থাগারের উলটো দিকেই পুরসভার উদ্যোগে গড়ে উঠেছে এই উদ্যান। জমির মালিক কাজলি গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, জমিতে প্রবেশ ও বেরোনোর পথ আটকে জোর পাঁচিল তুলে দিয়ে তৈরি হয়েছে উদ্যান। স্থানীয় কাউন্সিলরের কাছে একাধিকবার গিয়েও সুরাহা হয়নি। কাজলি দেবীর আরও অভিযোগ, পার্কের পাঁচিল ভাঙার বিনিময়ে ছয় লাখ টাকা দাবি করেছেন স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম।

Bhatpara Municipality Land : রাস্তা আটকে ঝাঁ চকচকে পার্ক পুরসভার! জমি দখলের অভিযোগ, আদালতের দ্বারস্থ বৃদ্ধা
এমনকি জমিটা প্রোমোটারের হাতে তুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এই ঘটনা নিয়ে জেলায় তোলপাড় হতেই আজ ওই বৃদ্ধা জমি মালিকের বাড়ি পৌঁছন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। সেখানে পৌছে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন। এবং ওই বৃদ্ধার পাশে সব সময় থাকার আশ্বাস দেন তিনি।

Panihati Municipality : নতুন বাড়ির ‘প্রোটেকশন মানি’, শিক্ষকের থেকে ৫ লাখ দাবি! কাঠগড়ায় TMC কাউন্সিলর
সাংসদ এই বিষয়ে তৃণমূল পরিচালিত পুরসভার দিকে তোপ দেগে বলেন, ‘বেআইনিভাবে পুরসভার কাজ করা ঠিক হচ্ছে না। সরকার জমির মালিকের পাশে রয়েছে। কিছু অসাধু শক্তি দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। কারও জায়গা তাঁর অনুমতি ছাড়া নেওয়া যায় না। আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। দলের সর্বোচ্চ নেতৃত্বকেও বিষয়টি জানানো হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে’। বেআইনি কাজ ভেঙে ফেলা উচিত বলেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাংসদ। তিনি আরও বলেন, ‘আমি আজ এখানে এসে কাজলি দেবীর সঙ্গে কথা বলেছি।

Balurghat TMC : আবাস যোজনার জন্য কাটমানি দাবি তৃণমূল নেতার ছেলের! লিখিত অভিযোগ দায়ের BJP-র
উনি আমাকে সমস্ত ঘটনা নিজে মুখে জানিয়েছেন। আমি ওনাকে বলেছি আমি আমার সাধ্যমতো ওনার পাশে থাকবো’। আজ ওই মহিলার বাড়িতে এসে দেখা করলেও এই বিষয়ে ২ দিন আগেই মুখ খুলেছিলেন এলাকার সাংসদ। তিনি জানিয়েছিলেন, এখানে আগে এই ধরনের ঘটনা ঘটত না।

Suvendu Adhikari : ‘…মমতার বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট’, কৌস্তভ গ্রেফতার হতেই মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর
দলের শীর্ষ নেতৃত্বের বিষয়টি দেখা উচিত। যদি সত্যিই এমন ঘটনা হয়, তবে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। আর শনিবার জমির মালিকের বাড়িতে এসে তাঁর পাশে দাঁড়িয়ে পুরসভার দিকে তোপ দেগে তিনি যে ভাটপাড়া পুরসভার সঙ্গেই সম্মুখ সমরে নামলেন, এমনটাই মনে করছে জেলার রাজনৈতিক মহল।
যদিও স্থানীয় কাউন্সিলর সম্পা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এলাকার বাসিন্দাদের দাবি মেনেই সৌন্দর্য বৃদ্ধিতে উদ্যান গড়ে তোলা হয়েছে। এখানে বেআইনি কিছুই করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *