Bandel Local : ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, বালি-বেলুড়ের মাঝে থমকে ট্রেন চলাচল – overhead wire suddenly snaps between bali and belur stations disrupting train services


ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খুব বেশিদিন হয়নি। আর তার মধ্যেই আবারও রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠল। ফ্ল্যাশ হয়ে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় বালি এবং বেলুড় স্টেশনের মাঝে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আপ ব্যান্ডেল লোকাল। এর জেরে বড়সড় দুর্ঘটনা না ঘটলেও বেশ অনেকক্ষণ ট্রেন চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ বালি এবং বেলুড় স্টেশনের মাঝে এই অপারেটের তারে ফ্ল্যাশ হওয়ায় ওই লোকাল ট্রেনটি দাঁড়িয়ে পড়ে।

Barddhaman Junction : বর্ধমানে সিগনাল বিভ্রাট! বিঘ্নিত ট্রেন চলাচল, মাঝপথে দাঁড়িয়ে বন্দেভারত
পরবর্তীকালে রেলের আধিকারিকরা এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এসে সেটি মেরামত করার পর প্রায় কুড়ি মিনিট পর ট্রেনটি আবার রওনা হয় ব্যান্ডেলের উদ্দেশ্যে। ওভারহেড তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর তাতেই ঘটে বিপত্তি। হাওড়ার মতো ব্যস্ত শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। এই লাইনে রাজ্যের মধ্যে সব থেকে বেশি সুপারফাস্ট ট্রেন যাতায়াত করে। শুধু তাই নয়, চলে বন্দে ভারত, রাজধানী, দুরন্ত, শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনও। তাই শনিবারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রেলের অভ্যন্তরে।

Sealdah Train Oborodh: শিয়ালদা মেইন লাইনে অবরোধে বাতিল একাধিক ট্রেন, কখন স্বাভাবিক পরিষেবা জেনে নিন
কী কারণে ছিঁড়ে পড়ে ওভারহেডের তার, তার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। রেলের এক আধিকারিক এই বিষয়ে বলেছেন, ‘বিকেল ৫ টার একটু আগে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেন হঠাৎ এই অপারেটর তারে ফ্ল্যাশ হল তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। বিশেষ কিছু ক্ষয়ক্ষতি হয়নি এই কারণে’। তবে বারবার ওভারহেড তারে বিপত্তি হওয়ার কারণে রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছেই। পূর্ব রেলের বিভিন্ন শাখায় মাঝে মধ্যেই তার ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে।

Digha Nandakumar Train : নন্দকুমার-দিঘা রেল লাইনে বড়সড় ধস, বন্ধ ট্রেন চলাচল! ভোগান্তি
যার জেরে থমকে যাচ্ছে ট্রেন চলাচল। আর বিপদে পড়ছে সাধারণ রেল যাত্রীরা। কিছুদিন আগেই বিকেল ৫টার পর নরেন্দ্রপুর-সোনারপুরের মাঝে ওভারহেড তার ছিঁড়ে যায়। শুধু শিয়ালদা স্টেশনই নয়, দক্ষিণ শাখার একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। অফিস ফেরত সময়ে চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ। একঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়। একের পর এক এই ঘটনায় রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। মাসখানেক আগে একইভাবে আসানসোলেও ওভারহেডের তার ছিঁড়ে গিয়ে ৩ ঘণ্টার জন্য ট্রেন চলাচল বিঘ্ন হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *