Digha Weather : নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ! রবিবার ব্যাপক বৃষ্টি দিঘায়? – digha may witness rainfall on sunday a now low pressure may be form in bay of bengal area


সকাল থেকেই কলকাতার মুখ ভার! সপ্তাহান্তে ফের একবার মেজাজ বদল আবহাওয়ার। ছুটির দিনে অনেকেই দিঘায় যাওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু, তার আগেই আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর। আগামী দুই দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অর্থাৎ রয়েছে বজ্রপাতের সম্ভাবনা।

ঠিক কী জানা যাচ্ছে?
আগামী দুই দিন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আগামী ২৪ জুলাই তা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা জানা গিয়েছে। আর সেই কারণেই বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

West Bengal Rain: তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের ৩ জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস
একনজরে দিঘার আবহাওয়া…
বাঙালি মানেই ‘দিপুদা’। সুযোগ পেলেই সপ্তাহান্তে অনেকে ঢুঁ মেরে আসেন দিঘা, মন্দারমনিতে। কিন্তু, দিঘার আবহাওয়াও কি বদল হতে চলেছে? শনিবার দিঘার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সামান্য বৃষ্টিপাত হয়েছে সকালে এবং বেলার দিকে।

রবিবারও সেখানে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা সেখানে নেই। যদিও সমুদ্র সৈকত ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে আবহাওয়ার মতি-গতি।

Monsoon In Delhi : দিল্লিতে আরও ৫ দিন ঝেঁপে বৃষ্টি, বাড়বে বিপদ?
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা। চলতি বছর সেভাবে বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গে। রয়েছে বৃষ্টিপাতের ঘাটতিও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দেরিতে মৌসুমী বায়ুর প্রবেশ করা এবং উপযুক্ত কোনও সিস্টেম তৈরি না হওয়ার কারণে সেভাবে বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে অবশ্য স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে।

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে আগামী তিনদিন রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও অন্যান্য জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে। যদিও দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না।

Weather Today Kolkata : ঘূর্ণাবর্তের চোখ রাঙানি! ২১ জুলাইয়ে বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট হাওয়া অফিসের
উল্লেখ্য, ২১ জুলাই কলকাতায় হালকা বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টা শহরের আশেপাশের এলাকা থাকবে আংশিক মেঘলা। বঙ্গোপসাগরে যদি নিম্নচাপ তৈরি হয় সেক্ষেত্রে কলকাতায় বৃষ্টিপাত বাড়তে পারে।

প্রসঙ্গত, এই বছর কি স্বাভাবিক হবে বর্ষা? উঠছিল প্রশ্ন। এল নিনোর চোখ রাঙানি নিয়ে উদ্বেগে ছিলেন আবহাওয়াবিদদের একাংশ। যদিও মৌসম ভবন জানিয়েছে, এই বছর স্বাভাবিক হতে পারে বর্ষা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *