Kolkata Traffic Update Today : শনিতেও মিছিলের ফাঁড়া! ট্রাফিক জ্যাম এড়াতে কোন পথ ধরবেন, জানাল কলকাতা পুলিশ – know the detailed traffic update kolkata of 22 july 2023


শুক্রবার ২১ শে জুলাই তৃণমূলের শহিদ সমাবেশের দিন ভোগান্তির মুখে পড়ে হয়েছিল নিত্যযাত্রীদের। সকাল থেকেই বাস অমিল, বেলা বাড়তেই রাস্তা থেকে উধাও অটো-ট্যাক্সি, অ্যাপ ক্যাবে চড়চড়িয়ে বেড়েই চলেছিল ভাড়া। চরম হয়রানির মুখোমুখি হতে হয় নিত্যযাত্রীদের। এই অবস্থায় শনিবারে ট্রাফিক আপডেট কী বলছে, এক নজরে দেখে নেওয়া যাক…

কলকাতা পুলিশের লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম এই সময় ডিজিটালকে জানিয়েছে, এই মুহূর্তে কলকাতার যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও বড় ধরনের দুর্ঘটনার খবর নেই। শহরের সর্বত্র মসৃণভাবে গাড়ি চলাচল করছে বলেই জানানো হয়েছে।

Kolkata Traffic Update : বিষ্যুদেই যানজটে নাকাল শহরবাসী! শহিদ সমাবেশের আগে ট্রাফিক নিয়ে বড় আপডেট
ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছেন, শনিবার শহরে বড় ধরনের কোনও মিছিল-মিটিং বা রাজনৈতিক সমাবেশ নেই। তবে দুপুর ৩টে নাগাদ শহরে একটি ধর্মীয় মিছিল রয়েছে। লালমোহন ভট্টাচার্য রোড থেকে মিছিল শুরু হয়ে মৌলালি অবধি গিয়ে পুনরায় শুরুস্থলে ফিরে আসবে। এই মিছিলে সর্বাধিক ৭০০ লোকের জমায়েত হতে পারে বলে জানিয়েছে পুলিশষ। এই মিছিলের কারণে দুপুরের দিকে শিয়ালদা, মৌলালি, পার্ক সার্কাস, এসএন ব্যানার্জি রোড সহ ধর্মতলা যাওয়ার রাস্তায় ট্রাফিকের গতি শ্লথ হতে পারে বলেই মনে করা হচ্ছে।
Kolkata Traffic Updates : মঙ্গলবার শহরে কোথায় মিটিং-মিছিল? জেনে নিন আজকের ট্রাফিক আপডেট
অন্যদিকে সল্টলেকের যান চলাচলও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে। সেখানেও বড় কোনও মিছিল বা মিটিংয়ের খবর নেই। তৃণমূলের শহিদ সমাবেশে যোগ দেওয়ার জন্য দূরদুরান্তের জেলা থেকে প্রচুর মানুষ শহরে এসেছেন। তাঁদের অনেকেই আজ ফির যাবেন। সেই কারণে শিয়ালদা, হাওড়ার মতো গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলিতে যাত্রীদের চাপ অনেকটাই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বিমানবন্দরগামী গুরুত্বপূর্ণ রাস্তা ইএম বাইপাস ও ভিআইপি রোডে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিনের তুলনায় এই রাস্তায় গাড়ির চাপ বেশ কিছুটা কম। সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। শহরের বিভিন্ন অংশে কয়েক পশলা বৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে। ফলে জল জমে কলকাতার বিভিন্ন অংশের ট্রাফিকের গতিতে প্রভাব ফেলেতে পারে।

Kolkata Traffic Updates : কলকাতায় মিটিং-মিছিল না রাস্তা ফাঁকা? জানুন রবিবারের ট্রাফিক আপডেট
অফিস যাত্রী অরিন্দম পাল বলেন, ‘গতকাল ভয়াবহ অবস্থা ছিল। বাসের জন্য রাস্তায় এক ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। অফিস পৌঁছতে আমার নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। সেই তুলনায় আজকের পরিস্থিতি অনেকটাই ভালো। বড় রাজনৈতিক সমাবেশ হোক, তাতে কোনও সমস্যা নেই। তবে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি ছুটির দিনে রাখলেই ভালো হয়। এতে অন্তত সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কমবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *