Mamata Banerjee News : ‘নেতাজি সুভাষ স্বপ্নে এসে বলেন…’, জেরায় চাঞ্চল্যকর দাবি মমতার বাড়ির সামনে ধৃত নূরের – kolkata police got interesting facts from noor amin arrested near mamata banerjee kalighat house


শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে গাড়ি সমেত পাকড়াও হন শেখ নূর আমিন নামে এক যুবক। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে চাঞ্চল্যকর দাবি করেছেন নূর। পুলিশের প্রাথমিক জেরায় নূর জানিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। স্বপ্নে নেতাজি তাঁকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আসন্ন। সেই কারণে সতর্ক করতেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন।’

Mamata Banerjee Security Breach News: মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে গ্রেফতার সন্দেহভাজন আসলে কে? মুখ খুললেন ধৃতের স্ত্রী
তবে নূরের এই যুক্তি মানতে রাজি নন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। নূর কেন মুখ্যমন্ত্রীর কাছাকাছি পৌঁছনোর চেষ্টা করছেন, তা খতিয়ে দেখার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃত নূরের থেকে বিএসফ, আইবি সহ একাধিক নিরাপত্তা সংস্থার ভুয়ো পরিচয়পত্র পাওয়া গিয়েছে। পুলিশের স্টিকার সাঁটানো নূরের গাড়ি থেকে উদ্ধার হয়েছে আইপিএস লেখা বেল্টও। ঠিক কী উদ্দেশে নূর গাড়িতে এই ভুয়ো পরিচয়পত্র গুলি রেখেছিলেন তা, খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে।

Mamata Banerjee Security Breach: মুখ্যমন্ত্রীর পাড়ায় ‘সশস্ত্র আগন্তুক’ কি গোয়েন্দা? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
যদিও তদন্তকারীদের অনেকেই আবার মনে করছেন, নূরের মানসিক অসুস্থতা রয়েছে। তাঁর মানসিক রোগের চিকিৎসা চলছে বলে জানতে পেরেছে পুলিশ। একই দাবি করেছেন নূরের স্ত্রী পুনম বিবিও। তাঁর দাবি, নূর মানসিক ভারসাম্যহীন। কালো হ্যাচব্যাক গাড়ি থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটিও ‘আসল নয়’ বলে দাবি করেছেন তাঁর স্ত্রী। পুনের দাবি, নূরের গাড়ি থেক উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি আসলে লাইটার। তবে তাঁর স্বামীকে ফাঁসানো হচ্ছে না বলেও দাবি করেছেন, নূরের স্ত্রী।

মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে অনতিদূরে হাজরা রোডের উপর নূরের কালো গাড়িটিকে বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় সেখানকার কর্তব্যরত পুলিশকর্মীদের। তখন গাড়িতে গিয়ে নূরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন পুলিশ আধিকারিকরা। প্রথমে নিজেকে বিএসএফের ডিজি বলে পরিচয় দেন ওই যুবক। বক্তব্য অসঙ্গতি দেখে তাঁর ‘পুলিশ স্টিকার’ গাড়ি তল্লাশি করে পুলিশ। সেখান থেকে একটি ভোজালি, কলকে ভর্তি গাঁজা, দুটি ভুয়ো পরিচয়পত্র, আইপিএস লেখা বেল্ট উদ্ধার করে পুলিশ।

Mamata Banerjee: কড়া নিরাপত্তায় ২১-র মঞ্চে পৌঁছলেন মমতা, পঞ্চায়েতে বিপুল ভোটে জয়ের পর কী বার্তা নেত্রীর?
নূর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টাও করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এ প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল শুক্রবার বলেন, ‘ঠিক কী কারণে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *