Raiganj News : টাকা আদায়ের প্রতিবাদ করে আক্রান্ত, শিলিগুড়ির হাসপাতালে মৃত্যু ইসলামপুরের যুবকের – raiganj youth attacked by goons with knife police arrested one


শনিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে কাপড় ব্যবসায়ী রতন সাহার ভাগ্নে অসীম সাহা আহত হন। টাকা চাওয়ার প্রতিবাদ করে গুরুতর আহত হওয়ায় তাঁকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেই মৃত্যু হয় অসীম সাহা (২৮) নামে ওই যুবকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

জোর করে টাকা আদায়ের অভিযোগ। প্রতিবাদ করায় চাকু দিয়ে হামলার ঘটনা ঘটে ইসলামপুর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে বীজহাট্টি এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ।

ইসলামপুর শহরের বীজহাট্টি এলাকায় রতন সাহা নামে এক কাপড় ব্যবসায়ীর কাছে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মহম্মদ তফিক নামে এক যুবকের বিরুদ্ধে। বকেয়া টাকার নামে মিথ্যে গল্প সাজিয়ে জোর করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওই যুবক কিছুদিন আগে তার কিছু বন্ধু বান্ধবকে নিয়ে ওই কাপড় ব্যবসায়ীর কাছে টাকা আদায়ের জন্য দোকানে এসে ঝামেলা সৃষ্টি করে। কাপড় ব্যবসায়ীকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

Uttar Dinajpur : জোর করে ব্যবসায়ীর থেকে তোলা আদায়ের অভিযোগ, প্রতিবাদে ছুরিকাঘাতে জখম ১
শনিবার সকালে মহম্মদ সাহিল নামে আরও এক অভিযুক্ত যুবক ফের টাকা আদায়ের জন্য ঝামেলা সৃষ্টি করে। তখন দোকান মালিকের ভাগ্নে অসিম সাহার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। টাকা চাওয়া প্রতিবাদ করায় তাকে চাকু দিয়ে একাধিক জায়গায় আঘাত করে সাহিল, এমনটাই অভিযোগ। আক্রান্তকে বাঁচাতে গিয়ে স্থানীয় এক যুবক আহত হয় বলেও অভিযোগ। এলাকাবাসীদের দাবি, আক্রমণের পর ওই যুবক ঘটনাস্থল থেকে চম্পট দেয় বলে জানিয়েছে স্থানীয়রা।

Dakshin 24 Parganas News : আগ্নেয়াস্ত্র জোগাড় করে স্ত্রীর মাথায় গুলি! গ্রেফতার স্বামী, রোমহর্ষক ঘটনা ক্যানিংয়ে
আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আহত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। অপরদিকে, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ইসলামপুর থানায় বিক্ষোভ আন্দোলনে সামিল হয় ইসলামপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা। তাঁদের দাবি, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে হবে।

Purba Medinipur News : ঘরে পড়েছিল রক্তাক্ত নিথর দেহ, কোলাঘাটে দাদুকে হত্যার অভিযোগ আটক নাতি
অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি ওঠে। ঘটনার তদন্তে নেমে, প্রায় ৩০ মিনিটের মধ্যেই অভিযুক্ত মহম্মদ সাহিলকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। পরবর্তীকালে পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় ব্যবসায়ী সমিতির সদস্যরা। দোকান মালিক রতন সাহা বলেন, ‘আমাকে ধমকে আমার থেকে টাকা নেওয়া হত। মিথ্যে অভিযোহে ফাঁসিয়ে দেওয়ার কথা বলে টাকা চাইত তফিক। কয়েকজনকে নিয়ে এসে হাঙ্গামা করত। আজ তাদের মধ্যেই একজন আমরা ভাগ্নেকে চাকু দিয়ে আক্রমণ করেছে।আমার ভাগ্নেকে বাঁচাতে গিয়ে আরও এক যুবক আহত হয়েছে। দোষীদের শাস্তি চাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *