১২ দিনেই মোহভঙ্গ! জয়ী বিজেপি প্রার্থীর যোগদান ঘাসফুলে, মেদিনীপুরে পঞ্চায়েত দখল তৃণমূলের


সিপিএমের পর এবার বিজেপি! পঞ্চায়েত নির্বাচনে জয়ী BJP সদস্যের যোগদান তৃণমূল কংগ্রেসে। বাজি পাল্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বড়কোলা গ্রাম পঞ্চায়েত গঠন করতে চলেছে তৃণমূল। তবে পুলিশ দিয়ে ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে বিজেপি। অন্যদিকে, দলবদলু প্রার্থীর দাবি, উন্নয়নের স্বার্থেই তিনি ঘাসফুলের পতাকা হাতে তুলে নিলেন।

Salboni Super Speciality Hospital : শালবনীর হাসপাতালে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার চিকিৎসক
পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যেই খড়গপুর ১ নম্বর ব্লকের বড়কলা ৭ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএমের টিকিটের জয়ী সদস্যা আফরোজা বেগম কাস্তেহাতুড়ি ছেড়ে যোগ দিয়েছিলেন ঘাস ফুল শিবিরে। এর ১৫ দিন কাটার আগেই বিজেপিতে ভাঙ্গন।
এবার বরকলা সাত নম্বর গ্রাম পঞ্চায়েতের লেলুয়াকলা বুথ থেকে বিজেপির টিকিটের জয়ী তারা মাহাতো যোগ দিলেন তৃণমূলে। শুধু পঞ্চায়েত সদস্যই নয় বিজেপির বুথ সভাপতি সহ আরো ১০০ জন কর্মী তুলে নিলেন তৃণমূলের পতাকা। তৃণমূল সভাপতি সুজয় হাজরা পতাকা তুলে দেন জয়ী বিজেপি সদস্য সহ বিজেপি নেতৃত্বের হাতে।

Extramarital Affair Paschim Medinipur : পরকীয়া করতে গিয়ে পড়লেন স্থানীয়দের ফাঁদে, দাসপুরে TMC নেতাকে গাছে বেঁধে গণপ্রহার
পঞ্চায়েত নির্বাচন শেষে বরকলা গ্রাম পঞ্চায়েতে ৩০টি আসনের মধ্যে ১৪ টি আসনে জয় লাভ করেছিল তৃণমূল, বিজেপির দখলে ছিল ১৩ টি আসন, সিপিএমের দখলে ছিল ১টি আসন, নির্দলের দখলে ছিল ২টি আসন। বর্তমানে সিপিএম এবং বিজেপি ছেড়ে একজন করে জয়ী সদস্য শাসক দলে যোগ দেওয়ায় তৃণমূলের ঝুলিতে গেল ১৬ টি আসন। অর্থাৎ নিরঙ্কুস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বরকলা ৭ নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল।

Paschim Medinipur Zilla Parishad : উত্তরার হাতেই থাকবে রাশ না নতুন কেউ দায়িত্বে? পঃ মেদিনীপুরের সভাধিপতি পদ নিয়ে জোর জল্পনা
গোটা ঘটনায় অবশ্য সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্ব ভয় দেখিয়ে বিজেপির জয়ী সদস্যকে যোগ দিতে বাধ্য করছে শাসক দলে। যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছে তারা ফের পদ্ম শিবিরেই ফিরবে বলে দাবি জেলা বিজেপির সহ-সভাপতি শংকর গুচ্ছাইতের।
সদ্য বিজেপি ত্যাগী তারা মাহাতোর যাবি, এলাকার উন্নয়নের স্বার্থেই তিনি নাকি যোগ দিয়েছেন তৃণমূলে।

WB Panchayat Violence : ‘আমাদের বাঁচান’! কেঁদে ফেললেন সন্ত্রস্ত ভোটকর্মী!

গোটা বিষয় নিয়ে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরার দাবি, শুধু বড়কলা নয় একইভাবে জেলার অন্যান্য প্রান্তে মূলত যেখানে পিছিয়ে রয়েছে শাসক দল সেখানেও বিরোধীদলের জয়ী সদস্যরা শাসক দলে যোগদানের ইচ্ছে প্রকাশ করছে। সব মিলিয়ে গোটা যোগদান পর্ব নিয়ে জারি রাজনৈতিক তরজা। বিরোধীরা কি আদেও নিজেদের জমি ধরে রাখতে পারবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *