প্রসেনজিৎ মালাকার: বাড়িতে থাকা একা ৬২ বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ সাঁইথিয়ায়। বাড়ির মধ্যেই নগ্ন অবস্থায় মুখে গামছা বাঁধা অবস্থায় উদ্ধার হয় ওই মহিলার দেহ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা মহিলা। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার মথুরাপুর গ্রামে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সাঁইথিয়া থানার পুলিস।
আরও পড়ুন: Islampur | BJP Worker Death: ইসলামপুরে মৃত্যু মন্ডল সম্পাদকের, শাসকদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি-র
জানা গিয়েছে বাড়িতে একাই থাকতেনা ওই মহিলা। সেই সুযোগেই কেউ বা কারা তাকে ধর্ষণ করে খুন করেছে বলে অভিযোগ। গতকাল রাত্রিবেলায় বাড়ির পাশেই একজন আত্মীয়ের বাড়িতে ছিলেন তিনি। সেই বাড়িতেও কেউ ছিলেন না।
আরও পড়ুন: Birbhum News:সেপটিক ট্যাঙ্ক সাফ করতে নেমেছিলেন, মর্মান্তিক পরিণতি ৩ শ্রমিকের
সেখানেই সকালে নগ্ন অবস্থায় মুখে গামছা বাঁধা মহিলার মৃতদেহ দেখতে পায় এলাকার মানুষ। এরপরে খবর দেওয়া হয় সাঁইথিয়া থানার পুলিসকে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সাঁইথিয়া থানার পুলিস। শুরু করেছে ঘটনা তদন্ত। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।