Durga Puja 2023 : পুরনো কালীঘাটের এক টুকরো ছবি…, ৭৫ বর্ষে ইতিহাসের সরণিতে মুক্তদল – bhawanipur muktadal durga puja 2023 theme is on ancient kalighat temple


কথায় বলে কালী কলকাত্তাওয়ালী, আর সেখানে বিশেষ গুরুত্ব রয়েছে কালীঘাটের। শহর কলকাতায় যাঁরা ভিন রাজ্য বা দূরবর্তী জেলা থেকে আসেন, তাঁদের অনেকেই চেষ্টা করেন অন্তত একবার কালীঘাটে মা কালীর দর্শন পাওয়ার। গোটা এলাকাজুড়ে রয়ে এক সুপ্রাচীন ইতিহাস, যা নিয়ে মানুষের কৌতহলেরও শেষ নেই।

এবার সেই কালীঘাটের ইতিহাসই ফুটে উঠবে দুর্গাপুজোয়। সৌজন্যে, ভবানীপুর মুক্তদল। এবার ৭৫ বছরের দুর্গাপুজো উদযাপন করতে চলেছে তারা। আর সেই উপলক্ষ্যে এবছর তাদের ভাবনা ‘যেথায় কালী কল্লোলিনী, সেথায় দুর্গা মহিষাসুরমর্দিনী’, যার মোদ্দা কথা হল দুর্গাপুজোর মধ্যে দিয়ে পুরনো কালীঘাটকে খুঁজে পাওয়া।

Durga Puja 2023 Date: বাংলার হারিয়ে যাওয়া শিল্প এবার লেকটাউনে, পুজোর বাজেট চমকে দেবে!
পুরনো কালীঘাটের এক টুকরো ছবি এবারে মণ্ডপে

এই বিষয়ে শিল্পী ইশান মণ্ডল জানাচ্ছেন, কালীঘাট অঞ্চলের বহুচর্চিত বিষয়গুলি, যেমন সেখানকার মন্দির, সেখানকার শাখা-সহ বিভিন্ন ক্ষেত্রের টুকরো টুকরো ছবি এবার দেখা যাবে মুক্তদলের মণ্ডপে। যেহেতু দেবী কালীর সঙ্গে শহর কলকাতার একটা অন্যরকম নাড়ির টান রয়েছে, তাই সেই বিষয়গুলিই এবার তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। মূলত ঘট, পট, দরমা-সহ বিভিন্ন পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে তৈরি হবে এবারের মণ্ডপ। এমনকী থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাতেও অভিনবত্ব দেখা যাবে বলে জানান ইশান। এবছর মুক্তদলের প্রতিমা তৈরি করছেন ইন্দ্রায়ুধ সেন।

Durga Puja 2023 : দৃষ্টিহীনের চোখে দুর্গা দর্শন! ইচ্ছলাবাদ ইয়ুথ ক্লাবের মন কাড়া ভাবনা
বাজেট ১৬ লাখ
অন্যদিকে মুক্তদলের যুগ্ম সম্পাদক বিদ্যুৎ গায়েন জানান, একটা সময় কালীঘাটে যাতায়াত ছিল বণিকদের। বজয়ায় করে যাতায়াত করতেন তাঁরা। তাই ঠিক কেমন ছিল সেই সময়ের কালীঘাট, তারই একটি প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করা হবে এবারের মণ্ডপে। ব্যবহার করা হবে বিভিন্ন পটচিত্র। এমনকী মণ্ডপে একটি বজরাও তৈরি করা বলে জানান তিনি। ক্লাবের আরও এক সদস্য বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানান, গতবছর পুজোর পর থেকেই এবারের ভাবনা শুরু হয়ে গিয়েছিল। আগামী আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে কাজ। এত বড় আয়োজন সারতে এবছর ভবানীপুর মক্তদলের বাজেট প্রায় ১৬ লাখ টাকা।

Durga Puja 2023 : খুঁটিপুজোয় চন্দ্রযানের সাফল্য কামনা, শোভাবাজার বেনিয়াটোলার এবারের থিম কী?

পুজোর উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতবছর দুর্গাপুজোর কার্নিভালে অংশ নিয়েছিল মুক্তদল। উদ্যোক্তাদের আশা, এই বছরও কার্নিভালে অংশ নেওয়ার সুযোগ পাবেন তাঁরা। তবে আপাতত, তাঁদের লক্ষ্য শহর কলকাতার অন্যতম পীঠস্থান কালীঘাটের পুরনো ছবিকে লাখ লাখ দর্শনার্থীদের সামনে নিপুণভাবে তুলো ধরা। এখন দেখার অভিনব এই ভাবনা নিয়ে উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের মন কতটা জয় করতে পারে ভবানীপুর মুক্তদল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *