Kunal Ghosh : শুভেন্দুর সঙ্গে বসিয়ে জেরার দাবি কুণালের – kunal ghosh demanded to interrogate him together with suvendu in the saradha case


এই সময়: সারদা মামলায় শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। অসুস্থ অবস্থাতেই শনিবার টুইট করে এই জিজ্ঞাসাবাদের পক্ষে সওয়াল করেছেন তিনি। গত ২০ জুলাই সারদা কেলেঙ্কারি নিয়ে সিবিআই-এর অধিকর্তাকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু।

Suvendu Adhikari vs Mamata Banerjee : ‘সারদাকাণ্ডে মমতার বিরুদ্ধে প্রমাণ নিয়ে ২-৩ দিনের মধ্যে CBI দফতরে যাব’, বিস্ফোরক শুভেন্দু
সেই চিঠির সঙ্গে বহু তথ্য পাঠানো হয়েছে বলে দাবি করেছিলেন বিরোধী দলনেতা। ওই চিঠিতে তৃণমূল নেত্রীর সঙ্গে কুণালকেও জিজ্ঞাসাবাদ করার পক্ষে টুইটে দাবি করেছিলেন শুভেন্দু। এ দিন শুভেন্দুর সেই টুইটকে ট্যাগ করে পাল্টা টুইট করেন কুণাল।

Trinamool Congress : কোর্টের অসম্মান করেননি অভিষেক, দাবি তৃণমূলের
তাঁর বক্তব্য, ‘সারদা কেলেঙ্কারি নিয়ে আমি আগে অনেকগুলি চিঠি দিয়েছি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পদক্ষেপের দাবি করে কিছু দিন আগেও একটি চিঠি দিয়েছি। সিবিআইকে শুভেন্দুর চিঠি পাঠানো স্রেফ নাটক। প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি, আমাদের দু’জনকে একসঙ্গে বসিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করুক।’

Suvendu Adhikari : ‘নাচগান-পাগলু ড্যান্সের মঞ্চ’, TMC-র শহিদ স্মরণকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
কুণালের কোনও কথার উত্তর শুভেন্দু দেন না। তৃণমূলের মুখপাত্রের কোনও মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু আগে বহুবার বলেছেন, ‘জেলখাটা কোনও আসামির কথার উত্তর দেব না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *