Sealdah Bongaon Local: নিত্য লাখ লাখ মানুষের যাতায়াত, বারাসত জংশনের আধুনিকীকরণের সঙ্গে চালু চলমান সিঁড়ি – barasat station beautification work going on escalator stair starts


Local Train News: স্টেশনে নেমে ট্রেনের জন্য দৌড়াদৌড়ি, ট্রেন বদলের যাত্রী শ্রম অনেকটাই কমল। শিয়ালদা বনগাঁ শাখার গুরুত্বপূর্ণ স্টেশন বারাসত জংশন। যাত্রী স্বাচ্ছন্দ্যের পাশাপাশি স্টেশন আধুনিকীকরণের কাজ চলছিল অনেকদিন ধরেই। তবে এবার বারাসত স্টেশনে চালু হল চলমান সিঁড়ি। ইতিমধ্যেই যাত্রী সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এই সিঁড়ি।

স্টেশনে ওভারব্রিজ ব্যবহার করে যাতায়াতের ক্ষেত্রে নানা কারণে সমস্যার সম্মুখীন হতে হতো ট্রেন যাত্রীদের। সঙ্গে থাকা লাগেজ নিয়ে ফুট ব্রিজের সিঁড়ি বেয়ে ওঠার ক্ষেত্রে কালঘাম ছুটতো যাত্রীদের। তবে এবার চলমান এসকালেটর সিঁড়ি চালু হয়ে যাওয়ায় আর কষ্ট সহ্য করতে হবে না যাত্রীদের। চলমান সিঁড়ি চালু হওয়ায় এদিন খুশি বারাসত স্টেশনের নিত্যযাত্রীরাও। এই জংশন স্টেশন থেকে ট্রেন ধরা ও ট্রেন বদলাতে এক প্ল্যাটফর্ম থেকে অনেক প্ল্যাটফর্মে যেতে অনেক কম সময় লাগবে বলে মনে করছেন যাত্রীরা।

Kolkata Airport Metro: বিমানবন্দর মেট্রো স্টেশনের কাজ সম্পূর্ণ, দ্রুত গতিতে এগোচ্ছে নোয়াপাড়া-বারাসত মেট্রো করিডরের কাজ

লকডাউন পরবর্তী সময় থেকেই বারাসত স্টেশনকে মডেল স্টেশন ঘোষণা হওয়ায় আধুনিকীকরণের কাজ শুরু হয়। রেল যাত্রীরা যাতে রোদ-ঝড়-জলে অসুবিধায় না পড়েন, তার জন্য তৈরি করা হয় বেশ কয়েকটি ছাউনি। স্টেশন চত্বর ঘিরে দেওয়া হয় গার্ডরেল দিয়ে। এছাড়াও, দেওয়ালে কলকাতার ঐতিহ্যপূর্ণ স্থান, মনীষীদের ছবি দিয়ে সৌন্দর্যায়ন ঘটানো হয় জেলা সদর শহর বারাসত জংশন স্টেশনে। দীর্ঘদিনের দাবি মেনে বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ড: কাকলী ঘোষ দস্তিদার বিভিন্ন সময়ে রেল দপ্তরের কাছে আবেদন জানান বারাসত স্টেশনকে আধুনিক করে তোলার জন্য। আর তাই আধুনিকীকরণের পাশাপাশি অবশেষে শিয়ালদহ-বনগাঁ শাখার গুরুত্বপূর্ণ স্টেশন বারাসতে চলমান সিঁড়ি তৈরি করা হয়েছে। ফলে অনেকটাই সুবিধা হল রেল যাত্রীদের।

Local Train Rules: লোকাল ট্রেনে সিটে বসলেও তুলে দিচ্ছে অন্য যাত্রীরা? এক ফোনেই মিলবে সুরাহা

এদিন চলমান সিঁড়ি ব্যবহারের পর রেল যাত্রী রূপালী সাহা জানান, ‘জংশন হিসেবে বারাসত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। শিয়ালদহ থেকে এসে এখান থেকেই বনগাঁ এবং বসিরহাটের লাইন ভাগ হয়ে যায়। ফলে এই স্টেশনে যাত্রীদের চাপও বেশি থাকে। তাই এই চলমান সিঁড়ি বসানোর সিদ্ধান্ত একেবারেই সঠিক হয়েছে। প্রচুর মানুষের এই কারণে উপকার হবে। আমাদেরও আর কষ্ট করে সিঁড়ি ভেঙে যাতায়াত করতে হবে না।’

Kolkata Metro: মাঝেরহাট মেট্রোয় চলছে শেষ পর্যায়ের কাজ, পুজোর আগেই চালু হবে এই স্টেশন?
জেলা সদর শহর বারাসতে প্রতিদিন প্রয়োজনে আসা-যাওয়া করেন বহু মানুষ। তাই যাত্রী স্বাচ্ছন্দের পাশাপাশি বাড়তি আকর্ষণ লাভ করল বারাসত স্টেশনের চলমান এই সিঁড়ি বলেই মনে করছেন জেলার সাধারণ মানুষজনও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *