Uttar 24 Pargana News : একুশের সভায় এসে এখনও নিখোঁজ তৃণমূল কর্মী, চরম দুশ্চিন্তায় পরিবার – uttar 24 parganas minakhan tmc worker missing from 21 july shahid diwas rally


একুশে জুলাই শহিদ দিবসের সভায় গিয়ে এখনও বাড়ি ফিরলেন না তৃণমূল কর্মী। নিখোঁজ তৃণমূল কর্মীর নাম আবু তালেব মোল্লা। বাড়ি বসিরহাটের মিনাখাঁ থানার পশ্চিম জয়গ্রামে। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। বাড়ির মানুষ এখনও না ফেরায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, বছর ৫০-এর আবু তালেব মোল্লা তৃণমূলের সক্রিয় কর্মী। ২১ জুলাই উপলক্ষে দলের সভায় যোগ দিতে বাড়ি থেকে বের হন। কিন্তু সভা সেরে বাকি সবাই ফিরে গেলেও, বাড়ি ফেরেননি আবু তালেব মোল্লা। সেক্ষেত্রে, তিনি কী ভাবে নিখোঁজ হলেন, কোথা থেকে নিখোঁজ হলেন, নাকি রাস্তা ভুল করে অন‍্য কোথাও চলে গিয়েছেন, তা এখনও পর্যন্ত জানতে পারেননি পরিবারের সদস্যরা। যার জেরে বাড়ছে উদ্বেগ।

21 July TMC Shahid Diwas 2023 : তৃণমূলের শহিদ সভায় বৃষ্টি, নেত্রীর বার্তা শুনতে অপেক্ষায় কর্মীরা
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মিনাখাঁ থানার দ্বারস্থ হয় নিখোঁজের পরিবার। কিন্তু থানার তরফে থেকে তাঁদের কলকাতায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ যে থানা এলাকায় এই ঘটনা ঘটেছে, সেখানে যোগাযোগ করার কথা বলা হয়েছে।

Naushad Siddiqui : ‘মানিব্যাগ, মোবাইল সামলে রাখবেন’, ২১ জুলাইয়ের আগে তৃণমূল কর্মীদের বার্তা নওশাদের
এই বিষয়ে নিখোঁজ ব্যক্তির ভাই আবু বক্কর মোল্লা বলেন, ‘পার্টির মিটিংয়ের জন্যই যাওয়া। খাওয়াদাওয়া করতে বাস থেকে নিচে নামে। আর বাসে ওঠেনি। কোথায় গিয়েছে আমর কেউ বলতে পারছি না। খুঁজে পাচ্ছি না। থানাকে জানিয়েছি, থানা বলল যেখানে হারিয়েছে সেখানে অভিযোগ করতে।’ তবে যাঁদের সঙ্গে তিনি গিয়েছিলেন তাঁদের মৌখিকভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ রাখছে পরিবার। নিখোঁজ ব্যক্তির কোনও সন্ধান পাওয়া গেলে যোগাযোগের জন্য একটি ফোন নম্বরও দিয়েছেন পরিবারে সদস্যরা। নম্বরটি হল ৯০৬৪৫১০৭৩৬।

Panchayat Election Result : ভোট হিংসায় বাড়ছে মৃত্যু মিছিল! গণনার দিন থেকে নিখোঁজ তৃণমূল কর্মীর দেহ উদ্ধার
প্রসঙ্গত, প্রতিবারের মতো এবারেও ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় পৌঁছান তৃণমূল নেতা কর্মী সমর্থকেরা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য শুনতে সভাস্থলে উপস্থিত হন তাঁরা। কার্যত এই সভা থেকেই দলীয় কর্মী সমর্থকদের আগামীদিনের রাজনৈতিক রুটম্যাপ দিয়ে দেন তৃণমূল নেত্রী। আর দল নেত্রীর সেই রুটম্যাপ অনুযায়ীই আগামীদিনে রাজনৈতিক কর্মসূচি ঠিক করেন তৃণমূল নেতা কর্মীরা। কিন্তু সেই সভা সেরে বাকিরা ফিরে গেলেও খোঁজ নেই মিনাখাঁরা বাসিন্দা আবু তালেব মোল্লার। পরিবারের একটাই চাওয়া, যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ মিলুক তাঁর, ঘরে ফিরুক ঘরের মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *