ফের লাগাতার আন্দোলনের পথে কুড়মিরা, পুজোর মুখে ভোগান্তির আশঙ্কা?


ফের জঙ্গলমহল জুড়ে শুরু হতে চলেছে Kurmi Protest। পঞ্চায়েত নির্বাচন মেটার পরেই ফের রেল অবরোধ, জাতীয় অবরোধের পথে হাঁটতে চলেছে কুড়মি সম্প্রদায়ের নেতৃত্বরা। ঝাড়গ্রাম সহ জঙ্গল মহল জুড়ে ফের যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা। রবিবার ঝাড়গ্রামে আন্দোলনের ডাক দিয়ে একটি সাংবাদিক বৈঠক করে কুড়মি সম্প্রদায়ের নেতৃত্বরা। সেখানেই জানানো হয়, আগামী ২০ সেপ্টেম্বর থেকে খড়গপুরে লাগাতার রেল অবরোধের পথে হাঁটতে চলেছে তাঁরা। মূলত, আদিবাসী তকমার দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন কুড়মি সম্প্রদায়ের মানুষেরা।

Kurmi News: ঝাড়গ্রামে বিজেপিকে মুছে মাথা তুলল কুড়মিরা
রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সম দূরত্ব বজায় রেখে আদিবাসী তকমা ভুক্ত হওয়ার জন্য আন্দোলন করছেন তাঁরা। এর আগেও লাগাতর আন্দোলন, রেল রোকো অভিযান করেছে কুড়মি সম্প্রদায়ের মানুষ। রবিবার, কুড়মি সম্প্রদায়ের ঝাড়গ্রাম জেলা কমিটির একটি বিশেষ অধিবেশন ডাকা হয়। সেই অধিবেশনে সংগঠনের উপদেষ্টা অজিত মাহাতো সেপ্টেম্বর মাস থেকে ফের লাগাতার আন্দোলন এবং রেল রোকো কর্মসূচির ডাক দেন। কর্মসূচি অনুযায়ী খড়গপুরের খেমাশুলিতে ফের রেল অবরোধ করতে চলেছে তাঁরা।

Kurmi Protest : &amp#39;এক এক দিনকা হিসাব রাখনা…&amp#39;, জেল থেকে বেরিয়েই হুঙ্কার কুড়মি নেতার
তাঁদের দাবি, রাজ্য সরকারকে একাধিকবার তাঁদের জনজাতি অন্তর্ভুক্তি করণের বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হলেও কোনও সুরাহা হয়নি। সরকার বিষয়টি নিয়ে আলোচনায় বসছে না। বসলেও কোনও সদর্থক আলোচনা হচ্ছে না। সেই কারণে বাধ্য হয়ে তাঁরা পুনরায় আন্দোলনের পথে হাঁটতে চলেছেন।

Panchayat Election 2023 : নেতা গ্রেফতারের জের! পুরুলিয়াতে তৃণমূল ছেড়ে কুড়মি সমাজে যোগদান জেলা কমিটির সদস্যর
যদিও, পঞ্চায়েত নির্বাচনের আগেই কুড়মি আন্দোলন নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনা ঘটে। এরপর কুড়মি সম্প্রদায়ের ১১ জন বিশিষ্ট নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হন কুড়মি সম্প্রদায়ের বিশিষ্ট নেতা রাজেশ মাহাতো।

Kurmi Community: কুড়মিদের ‘রেল রোকো’র জেরে ব্যাহত ট্রেন পরিষেবা

কিছুদিন আগেই জামিন পেয়েছেন রাজেশ মাহাতো সহ একাধিক কুড়মি নেতা। জামিনের পরেই তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছিলেন। যদিও রবিবারের আলোচনা সভায় রাজেশ মাহাতো সহ সাজাপ্রাপ্ত ওইসব নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
কুড়মিদের বক্তব্য, তাঁদের অনগ্রসর শ্রেণিভুক্ত করা হলেও এখনও পর্যন্ত আদিবাসী তকমা দেওয়া হয়নি। ২০১৭ সালে কালচারাল রিসার্চ ইন্সটিটিউটকে সমীক্ষা করিয়ে রাজ্য সরকার বিষয়টি পর্যালোচনা করার জন্য জানায়। পরবর্তীতে একাধিক বিষয়ে বিস্তারিত তথ্য রাজ্যের কাছে চেয়ে পাঠায় কেন্দ্র। কিন্তু অভিযোগ, রাজ্য সরকার সেই বিস্তারিত তথ্য কেন্দ্রের কাছে পাঠাতে গড়িমসি করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *