বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তে কি বাড়বে বৃষ্টি? জানুন দুই মেদিনীপুরের আবহাওয়ার আপডেট


আজকের দুই মেদিনীপুর জেলার Weather Update কী রকম ছিল? আগামী দুই দিন এই জেলার আবহাওয়া কেমন থাকবে? দক্ষিণবঙ্গে আবহাওয়ার খুব একটা পরিবর্তনের আভাস দেয়নি হাওয়া অফিস। সেক্ষেত্রে এই দুই জেলাতেও কি আগামী দিনগুলোতে একই আবহাওয়া বজায় থাকবে, নাকি কোনও পরিবর্তন ঘটবে?

India vs West Indies Weather: সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, ভেস্তে যেতে পারে পঞ্চম দিনের ম্যাচ
চলতি বছরে যথেষ্ট কার্পণ্য দেখিয়েছেন বর্ষা। এমনিতেই অনেক দেরিতে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। তাছাড়াও, স্বাভাবিকের তুলনায় বর্ষা অনেকটাই কম হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বর্ষা কম হওয়ার প্রভাব পড়েছে প্রতিটি জেলাতেই। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও একই অবস্থা বিরাজ করছে।

Kolkata Weather Today: তৈরি হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে কি তবে এবার ঝেঁপে বৃষ্টি?
আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলায় সপ্তাহের শুরুর দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও জেলায় একাধিক জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ।
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম মেদিনীপুর জেলায় সামান্য বৃষ্টিপাত হয়েছে কয়েকটি জায়গায়। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হয়।

Rainfall Forecast : ক্রমশ গভীর হচ্ছে নিম্নচাপ, ২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে তুমুল দুর্যোগ
হাওয়া অফিস জানিয়েছে, ওডিশার গোপালপুরের উপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা গিয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানানো হয়েছে। যে কারণে, এই ঘূর্ণাবর্ত আগামী সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে।

LIVE: সুদিনের অপেক্ষায়? আশা জাগাচ্ছে নিম্নচাপ?

যদিও হাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছিল, এই সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে একাধিক জায়গায়। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত হবে স্বাভাবিকের তুলনায় অনেক কম। দুই মেদিনীপুর জেলার পাশাপাশি দুই ২৪ পরগনা এবং হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে আগামী মঙ্গলবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *