Bagdogra Assault Case : পরকীয়াজনিত বিবাদে বাধা! সালিশি সভায় আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ – adivasi woman assaulted and beaten in siliguri bagdogra area


পরকীয়া সম্পর্ক ঘিরে দুই মহিলার মধ্যে হাতাহাতি। সেই ঝামেলা আটকেছিলেন এক আদিবাসি মহিলা। এরপর সালিশি সভায় সেই আদিবাসি মহিলা মারধর করা হয় বলে অভিযোগ। শিলিগুড়ির বাগডোগরা থানা এলাকার ভুজিয়াপানি এলাকার ঘটনা। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

নিগৃহীত আদিবাসি মহিলা অভিযোগ, তাঁকে বিবস্ত্র করে সালিশি সভায় মারধর করা হয়। যদিও পুলিশে লিখিত অভিযোগ জানালেও সেখানে বিবস্ত্র কর মারধরের কথা লেখেননি। পুলিশে দায়ের করা অভিযোগে মারধর ও শারীরিক হেনস্থার কথা লেখা হয়েছে বলে জানা গিয়েছে। ঠিক কী কারণে বিবস্ত্র করে মারধরের কথা তিনি লিখলেন না, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Malda Pakuahat News : মালদায় মহিলা নিগ্রহের ঘটনায় BJP-র লাগাতার অবস্থান বিক্ষোভ, এসপি অফিসের সামনে ধুন্ধুমার
বাগডোগরা থানা এলাকার ভুজিয়াপানিতে গত ১৯ জুলাই বিবাদে জড়িয়ে পড়েন দুই মহিলা। পরকীয়া সম্পর্ক ঘিরে স্থানীয় দুই মহিলার মধ্যে বিবাদ ও হাতাহাতি হয়েছিল বলে জানা গিয়েছে। সেসময় হাতাহাতি দেখে তা থামানোর চেষ্টা করেছিলেন নিগৃহীত আদিবাসি মহিলা।

সেদিন ঝামেলা মিটে যায়। এর পরের দিন গ্রামে সালিশি সভা হয়। সেখানে গ্রাম পঞ্চায়েত সদস্য ও স্থানীয় মহিলা, ব্যক্তিরা ছিলেন। নিগৃহীত মহিলা বলেন, ‘১৯ তারিখ আমার এক বান্ধবীর সঙ্গে এক মহিলার ঝামেলা হয়। সেই ঝামেলা আটকাতে গিয়েছিলাম আমি। পরের দিন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে সালিশি সভা হয়। সেখানে আমাকে বিবস্ত্র করে মারধর করা হয়। এরপর গামছা দিয়ে কোনওভাবে শরীর ঢেকে ফেলি। পরে আমার মেয়ে বাড়ি থেকে পোশাক নিয়ে আসে।’

Malda Pakuahat News : মালদাকাণ্ডে ধৃতদের পরিচয় প্রকাশ, ‘বিবস্ত্র’ নিগৃহীতাদের দলীয় কর্মী বলে দাবি BJP-র
তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। রবিবার বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা। সেখান কয়েকজন মহিলা ও ব্যক্তির নাম লিখেছেন। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ। দোষীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে ভুজিয়াপানির গ্রাম পঞ্চায়েত সদস্য বুলবুলি সিং বলেন, ‘সালিশি সভায় দুপক্ষের মধ্যেই হাতাহাতি হয়েছিল। তবে বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটেনি। স্থানীয়রা ঝামেলা আটকান।’ অন্যদিকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এডিসিপি শুভেন্দ্র কুমার জানান, ঘটনার সত্যতা খতিয়ে দেখা হচ্ছে ও ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Malda News Today : মালদায় দুই মহিলাকে ‘বিবস্ত্র করে মারধর’-এর ভিডিয়ো ভাইরাল! তুমুল তরজায় তৃণমূল-BJP
মণিপুরের লজ্জাজনক ঘটনায় গোটা দেশে নিন্দার ঝড় বইছে। মালদার বামনহাটায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে। তারপর ফের একবার বাগডোগরার এই ঘটনা সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুলিশ এখন কী পদক্ষেপ করে সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *