Calcutta High Court : ‘ছেলে খেলা! চোখ বন্ধ রেখেছিলেন নাকি?’ পঞ্চায়েত মামলায় BDO কে ভর্ৎসনা বিচারপতি সিনহার – calcutta high court justice amrita sinha slams bdo jhalda for recounting in panchayat election


পঞ্চায়েত ভোট নিয়ে ফের কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। ‘এবার কি আদালত নির্বাচন করাবে?’, শুনানি চলকালীন বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। আদালতকে আধিকারিক নিযুক্ত করে নির্বাচন করাতে হবে কি না, তাও জানতে চান ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা।

এদিন পুরুলিয়া ঝালদায় ব্যালট বাতিল মামলায় আদালতের ভর্ৎসনার মুখে পড়েন বিডিও। এজেন্ট ও প্রার্থী ছাড়াও পুনর্গণনা সংক্রান্ত মামলায় এদিনে আদালতে রিপোর্ট পেশ করেন ঝালদা ১-র বিডিও রাজকুমার বিশ্বাস। মামলাকারীর অভিযোগ, গণনার সময় প্রার্থীরা কেউ ছিলেন না। এমনকী অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ছিলেন না বলেও অভিযোগ। বহিরাগতদের নিয়ে গণনার অভিযোগ উঠেছে বিডিওর বিরুদ্ধে।

Calcutta High Court : ‘কীভাবে জয়ী ঘোষণা করলেন?’ BDO-কে প্রশ্ন ক্ষুব্ধ বিচারপতির, ঢোক গিললেন আধিকারিক
সরকারি আধিকারিকের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, ‘গণনার সময় প্রার্থী ছাড়াই কী ভাবে গণনা করলেন রিটার্নিং অফিসার? হঠাৎ করে পুনর্গননায় অতিরিক্ত ৩১৯ ব্যলট কিভাবে বাতিল হল? এটা কি ছেলেখেলা চলছে? বিডিও চোখ বন্ধ রেখেছিলেন নাকি?’ কার নির্দেশে পুনর্গণনার সিদ্ধান্ত বিডিওর কাছেও তাও জানতে চান বিচারপতি সিনহা। এরপরই ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, ‘বারবার ভুল হলে নির্বাচনের কী দরকার!’ এই মামলায় রাজ্য নির্বাচন কমিশনের কাছে হলফনামা দিয়ে রিপোর্ট তলব বিচারপতির। পুনর্গণনার সিসিটিভি ফুটেজ রেজিস্ট্রার জেনারেলের কাছে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি।

CID Probe Minakhan : সৌদিতে বসে মনোনয়ন জমা! মোহরউদ্দিনের ‘কুকীর্তি’-র তদন্তে মিনাখাঁয় CID, BDO-কে জিজ্ঞাসাবাদ
জানা গিয়েছে, ঝালদা ১ ব্লকে ভোট গণনায় কারচুপি করা হয়েছে। সকালে পুনর্গণনার সময় দুজন বাইরের লোককে নিয়ে গননা শুরু করেন বিডিও, এমটাই অভিযোগ। গণনার শুরুতে প্রিসাইডিং অফিসারের সই না থাকার জন্য ১২৭ টি ব্যলট বাতিল হয়। পরে পুনর্গণনার সময় ৩১৯ টি ব্যলট বাতিল হয়। ফলে মামলাকারী কংগ্রেস তিজেন্দ্রনাথ মাহাতোকে প্রথমে জয়ী ঘোষণা করা হলেও বাতিল ব্যালটের সংখ্যা বাড়তেই তিনি তৃণমূলের রাজেশ মণ্ডলের কাছে হেরে যান। আদালতে এই মামলার শুনানির সময় বিডিও বলেন, ‘কোনও ভুল হয়ে থাকতে পারে। পিয়ারও বলেছেন তিনি কুড়ি ঘন্টা ডিউটি করে ক্লান্ত হয়ে চলে গিয়েছিলেন।’ পরবর্তী শুনানিতে আদালত এই নিয়ে কী রায় দেয় সেটাই এখন দেখার।

TMC Shahid Diwas Menu : ‘আমাদের থেকে ভালো মেনু’, শহিদ দিবসের খাবার নিয়ে রসিকতা প্রধান বিচারপতির
অন্যদিকে কলকাতা হাইকোর্টে এদিন গুচ্ছ গুচ্ছ পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলার শুনানি ছিল। পঞ্চায়েত ভোট নিয়ে অনন্ত ৪০টি মামলার শুনানি ছিল আদালতে। বিচারপতি অমৃতা সিনহা ছাড়াও প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ২২টি ও ১৬টি মামলার শুনানি রয়েছে। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসেও ২টি মামলার শুনানি রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *