Duttapukur School Incident: গার্লফ্রেন্ডকে উত্যক্ত করায় স্কুলের ভিতর ঢুকে ছাত্রকে মারধর! তুলকালাম দত্তপুকুরের স্কুলে – school boy beaten up by outsider inside class in allegation of eve teasing


ভয়াবহ ঘটনা উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। স্কুলের মধ্যে ঢুকে সপ্তম শ্রেণীর এক ছাত্রকে মারধর করে এক বহিরাগত। শুধু তাই নয়, শিক্ষিকার উপস্থিতি সোজা ক্লাসে ঢুকে ওই ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ। ঘটনায় স্কুলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় ব্যাপক আতঙ্কে গোটা স্কুলের অভিভাবকেরা।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠ স্কুলে। ঘটনাটি ঘটেছে গত ১৮ জুলাই। জানা গিয়েছে, সেদিন স্কুলে ক্লাস সেভেনের বাংলা ক্লাস চলাকালীনই ক্লাসরুমে ঢুকে পড়ে এক বহিরাগত। ক্লাসরুমে উপস্থিত শিক্ষককে চমকে দিয়ে এক পড়ুয়ার ঝাঁপিয়ে পড়ে। বছর ১৩-এর ওই পড়ুয়াকে ব্যাপক মারধর শুরু করে। ক্লাসের সবাই কিছু বুঝে ওঠার আগেই এলোপাথারি মার শুরু হয়ে যায়। সম্বিত ফিরে শিক্ষক ওই বহিরাগতকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকেও ধাক্কা মেরে ফেলে দেয় ওই বহিরাগত যুবক। চিৎকার চেঁচামেচি শুনে অন্যান্য শিক্ষক ও বিদ্যালয় কর্মীরা ছুটে এসে তাঁকে আটকায়। খবর যায় দত্তপুকুর থানায়।

Kanyashree Scheme: কন্যাশ্রী-রূপশ্রীর টাকা নিয়ে জালিয়াতি, অভিযোগ জানিয়ে চাকরিহারা প্রধান শিক্ষকই

জানা গিয়েছে, এই মারধরে ব্যাপক আহত হয় ওই ছাত্র। তাঁর নাম দেবজ্যোতি। গুরুতর আহত অবস্থায় বারাসত হাসপাতালে চিকিৎসাধীন ওই পড়ুয়া। বহিরাগত যুবকের নাম জেমস। তাঁকে স্কুলে এসে গ্রেফতার করে পুলিশ। কিন্তু পরে আশ্চর্যজনকভাবে ছাড়া পেয়ে যায় অভিযুক্ত।

এমন আচরণের কারণ কী?

জানা গিয়েছে, আক্রান্ত পড়ুয়ার বিরুদ্ধে এক তরুণীকে উত্যক্ত করার অভিযোগ উঠেছে। স্কুলের পাশের বাড়িতে থাকা বছর বাইশের তরুণীকে ক্লাসরুম থেকেই টিজ করার অভিযোগ। মারধরে অভিযুক্ত বহিরাগত যুবক ওই তরুণীর বয়ফ্রেন্ড। এই বিষয়টি শুনে ক্ষুব্ধ হয়ে স্কুলে ঢুকে পড়ুয়াকে মারধর করে বলে অভিযোগ। কিন্তু সে ছাড়া পেয়ে যাওয়ায় আতঙ্কিত পড়ুয়ার অভিভাবকেরা।

Raiganj News: স্কুলের মাঠে ছড়িয়ে ছিটিয়ে গুচ্ছ গুচ্ছ কন্ডোম! চক্ষু চড়কগাছ শিক্ষক থেকে ছাত্রছাত্রীদের

এই ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত অভিভাবকেরা। চিন্তিত শিক্ষকেরাও। সোমবার স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আজ সমস্ত ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকার একত্রিত হয়ে দত্তপুকুর থানার যায় ডেপুটেশন জমা দিতে। কেন সেই অপরাধীকে ছাড়া হল? তার মাথায় কার হাত আছে? এই প্রশ্ন তোলা হয়।

Nursing Course: ড্রেস নিয়ে বিভ্রাট! নার্সিং পরীক্ষায় বসতে না পেরে বছর নষ্ট পড়ুয়াদের

অভিযুক্ত জেমসের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে বাড়ি। তাহলে এই এলাকায় এত কী করে তাঁর রমরমা? এই প্রশ্ন তুলে দত্তপুকুর থানায় এদিন প্রধান শিক্ষকের নেতৃত্বে যান শতাধিক ছাত্র, অভিভাবক। কর্তব্যরত পুলিশ আধিকারিকের কাছে তাদের স্মারকলিপি জমা দিয়ে দোষীর শাস্তির দাবি জানায় এবং বিদ্যালয়ের নিরাপত্তার জন্য আবেদন জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *