Howrah Kharagpur Local Train: প্রতিদিন লেট! লোকাল ট্রেনের দেরির প্রতিবাদে খড়গপুরে রেল অবরোধ, ব্যাহত পরিষেবা


Train Oborodh: অফিস টাইমে ফের ট্রেন অবরোধ। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই থমকে পড়ল লোকাল ট্রেন পরিষেবা। হাওড়া-খড়গপুর শাখায় ব্যাপক ভোগান্তি। প্রতিদিন টাইম টেবিল না মেনে দেরি করে ট্রেন চালানোর প্রতিবাদে অবরোধ। দক্ষিণ পূর্ব রেলের ভোগপুর স্টেশনে ট্রেন অবরোধ নিত্যযাত্রীদের।

Sealdah Station : ‘ডাউন নৈহাটি লোকাল…’, পরিতোষ-কণ্ঠের ৩৪ পার

অবরোধের ফলে দাঁড়িয়ে হাওড়া সহ খড়গপুর, মেদিনীপুর গামী একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন। অভিযোগ, প্রত্যেকদিন এই রুটে লোকাল ট্রেন নির্ধারিত সময়মতো চলাচল করে না। কোনও কোনও সময় অফিস টাইমের লোকাল ট্রেন গুলি দু’ঘণ্টা পর্যন্ত লেট করে। যাত্রীদের আরও অভিযোগ, লোকাল ট্রেনগুলো সাঁতরাগাছি থেকে হাওড়া ঢুকতে কম করে এক ঘণ্টারও বেশি সময় নেয়। একাধিকবার রেলের আধিকারিকদের জানিয়েও কোনও কাজ না হওয়ায় আজ ট্রেন অবরোধে সামিল হলেন নিত্যযাত্রীরা। এর ফলে ব্যাপক ভোগান্তি। আটকে পড়েছে বহু ট্রেন।

Local Train : হাওড়া-বর্ধমান মেন লাইনে সমস্যা থাকবে মাস খানেক

এই ভোগান্তি নিয়ে ক্ষমাপ্রার্থী নিত্যযাত্রীরা। তারা জানান, রোজই চলছে এই ট্রেন লেটের সংস্কৃতি। কর্মক্ষেত্রে পৌঁছতে প্রতিদিন ব্যাপক ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা। ক্ষুব্ধ যাত্রীরা এদিন ট্রেন লেটের প্রতিবাদে লাইনে নেমে ট্রেন অবরোধ নিত্যযাত্রীদের। এই অবরোধের জেরে হাওড়া খড়গপুর শাখায় ট্রেনের সূচি একেবারে ওলটপালট হয়ে গিয়েছে। হাওড়া ডিভিশনের অন্যতম ব্যস্ত রুট এটি। ভোগপুরে ট্রেন অবরোধে ডাউনের সঙ্গে সঙ্গে থমকে আপ-এর ট্রেনও।

Sealdah Bongaon Local: নিত্য লাখ লাখ মানুষের যাতায়াত, বারাসত জংশনের আধুনিকীকরণের সঙ্গে শুরু নয়া যাত্রী পরিষেবা

অবরোধকারীরা নিজেরাও নিত্যযাত্রী। অবরোধকারী দিবেন্দু কুমার পাল এদিন সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে বলেন, ‘রোজ এক থেকে দেড়ঘণ্টা লেট। হাওড়া ঢুকতেই এত দেরি করে বলার নয়। আমাদের তো অফিস পৌঁছতে হয়। হাওড়া থেকে আবার বাস বা গাড়ি ধরতে হয়। রোজ সাড়ে ১২টার পর অফিস পৌঁচ্ছছি। এভাবে চাকরি থাকবে! আমাদের রেলের কাছে দাবি যেন ট্রেনটুকু টাইম মেনে চালায়।’ শুধু স্টেশনে লেট করে আসাই নয়। সাঁতরাগাছি থেকে হাওড়া ঢুকতেও প্রচুর সময় নেয় ট্রেন। সেই নিয়েও অভিযোগ জানান যাত্রীরা। আরও এক নিত্যযাত্রীর অভিযোগ,’দক্ষিণ-পূর্ব রেলে প্রতিদিন লেট শুধু নয়, এই লেট বাঁচাতে ট্রেন বাতিল করে দেওয়া হয়। না জানিয়ে বাতিল করে দেওয়া হয়। যাত্রীদের জন্য কোনও বিকল্প ট্রেনের ব্যবস্থাও থাকে না। সাঁতরাগাছি থেকে ট্রেন হাওড়া ঢোকাতে এত কেন টাইম লাগবে? রোজ রোজ এই অব্যবস্থা মানা যাচ্ছে না। আজ ট্রেনকে জবাব দিতেই হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *