Human Trafficking In India: ফের ফাঁদ পেতে ভারতে ডেকে পাচারের ছক, শিলিগুড়ি পুলিশের তৎপরতায় উদ্ধার ৩ বাংলাদেশি মহিলা – big human trafficking racket busted at silliguri by police when agents was going to sell three bangladesh resident women


শিলিগুড়ি কমিশনারেটের তৎপরতায় বানচাল হল মহিলা পাচারকারী চক্রের পরিকল্পনা। কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে মহিলাদের নিয়ে আসা হয়েছিল ভারতে ৷ এরপর এখানে নিয়ে এসে অন্যত্র পাচারের ছক ছিল তাদের ৷ তার আগে খবর পেয়ে পাঁচ বাংলাদেশী মহিলা ও তিন ভারতীয় এজেন্টকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ৷ গত কয়েকদিনে শিলিগুড়ির মাধ্যমে বাংলাদেশ থেকে মহিলাদের এনে পাচার করার বেশ কয়েক ঘটনা সামনে এসেছে। প্রশ্ন উঠছে সীমান্তবর্তী অঞ্চলে সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে । বারবার এমন ঘটনায় চিন্তিত বাসিন্দা থেকে প্রশাসন। তবে কি শিলিগুড়ি পাচার চক্রের জন্য গেটওয়ে হয়ে উঠছে? তদন্তে করে দ্রুত চক্রের মাথার সন্দান পেতে চাইছেন তদন্তকারীরা।

রবিবার গভীর রাতে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি) ও এনজেপি থানার পুলিশ, এনজেপি স্টেশন এলাকা থেকে মহিলা পাচার চক্রে যুক্ত সন্দেহে আটজনকে গ্রেফতার করে ৷ জানা গিয়েছে, ধৃত মহিলারা বাংলাদেশের ঢাকার বাসিন্দা ৷ তারা বাংলাদেশী এজেন্টের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ৷ এরপর উত্তর দিনাজপুর হয়ে রবিবার রাতে তারা শিলিগুড়িতে পৌঁছায় ৷ সেখানে তাদের সঙ্গে তিন ভারতীয় এজেন্টের দেখা হওয়ার কথা ছিল। এই তিন এজেন্ট শিলিগুড়িরই বাসিন্দা। তাদের অন্যত্র পাচার করে দিত ৷ তার আগেই খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে৷

Drug Smuggling : কোলে ৯ মাসের সন্তান, ব্যাগে ৪ লাখ টাকার নিষিদ্ধ মাদক! কোচবিহারে STF-এর জালে দম্পতি

পাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া মহিলারা পুলিশকে জানিয়েছে, তারা প্রত্যেকেই বিবাহিত৷ বাংলাদেশে এক ব্যক্তি তাঁদেরকে জানিয়েছিল যে ভারতে গেলে তাঁদের জন্য কাজ রয়েছে৷ এরপরই তাঁদের বাংলাদেশ থেকে ভারতে পাচার করে দেওয়া হয়৷ অবৈধভাবে তাঁরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে৷ এরপর ভারতীয় এজেন্টের মাধ্যমে তাঁরা শিলিগুড়িতে পৌঁছায়৷ এদিকে ধৃত ভারতীয় তিন এজেন্টের নাম ঝন্টু রায়, ফোনি রায় ও সঞ্জয় রায়৷ তারা প্রত্যেকেই শিলিগুড়ির বাসিন্দা৷ ধৃতদের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে এনজেপি থানার পুলিশ৷ ধৃত আটজনকে সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে৷

Delhi Airport : জুতোর ভিতর থরে থরে সাজানো ১০ কোটির বিদেশি নোটের বাণ্ডিল! কাস্টমসের জালে ৩

এর আগেও শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে বহু বাংলাদেশী নাগরিক গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ৷ অবৈধভাবে বাংলাদেশ থেকে তাঁরা ভারতে অনুপ্রবেশ করেছিল৷ পুলিশ সূত্রে খবর, দুই দেশের বেশকিছু এজেন্ট এই চক্রগুলিতে জড়িত রয়েছে৷ যারা মূলত খোলা সীমান্তগুলি দিয়ে বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশ করাচ্ছে৷ এর বিনিময়ে তারা মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে ৷ এর আগে পুলিশ বহু এজেন্টকে গ্রেফতারও করেছে ৷ ধৃত এই এজেন্ট আরও কাউকে এভাবে বাংলাদেশ থেকে শিলিগুড়িতে এনেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ সম্প্রতি আরও এক এজেন্টকে গ্রেফতার করে পুলিশ। প্রেমের ফাঁদ পেতে বাংলাদেশের এক তরুণীকে ভারতে এনে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল সে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *