JP Nadda : তলব শুভেন্দু-সুকান্তকে, বৈঠকে সঙ্ঘও – jagat prakash nadda summoned sukanta majumdar and suvendu adhikari to delhi on an urgent basis



এই সময়: লোকসভা ভোটের সম্ভবত আর এক বছরও দেরি নেই। তার আগে বাংলায় দলের হাল বোঝা দরকার। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের দিল্লিতে তলব করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ, সোমবার কথা বলবেন বঙ্গ-বিজেপি নেতৃত্বের সঙ্গে। তার আগে অবশ্য সুকান্ত-শুভেন্দুকে আরএসএস শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হতে হবে। বাংলার গেরুয়া নেতাদের সঙ্গে কথা বলতে চান তাঁরাও। দু’টি বৈঠকই আজ, সোমবার হবে বলে খবর।

Kolkata News: কথায় কথায় নালিশ ‘না পসন্দ’! বঙ্গ বিজেপিকে ‘স্বাবলম্বী’ হওয়ার বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের
পঞ্চায়েতের ফল ঘোষণার পর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি গিয়ে বৈঠক করেছিলেন শাহের সঙ্গে। পঞ্চায়েতে বিজেপির ফল নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও শীর্ষ নেতৃত্বের কথা হয়েছে। কিন্তু দু’জনকে একসঙ্গে আচমকা দিল্লি তলব কেন, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। একইদিনে বাংলার বিজেপি নেতাদের সঙ্গে এরএসএস নেতৃত্বের বৈঠক নিয়েও জল্পনা চলছে।

JP Nadda : আমাদের ৩৮! শরিকদের সঙ্গে বৈঠকের আগে হুঙ্কার নাড্ডার
সোমবারের দু’টি বৈঠকের আলোচ্য নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। সুকান্তর কথায়, ‘তলবের কোনও বিষয় নেই। নির্দিষ্ট সময় অন্তরই আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করি। কখনও তা কলকাতায় হয়, কখনও দিল্লিতে। লোকসভা অধিবেশনের কথা মাথায় রেখে এ বার দিল্লিতেই বৈঠক হচ্ছে। এটা আগেই হওয়ার কথা ছিল। কিন্তু পঞ্চায়েত ভোটের কারণে তখন যেতে পারিনি।’

তবে বিজেপি সূত্রে খবর, লোকসভা ভোটের আগে বাংলায় দলের সংগঠনের হাল নিয়ে চিন্তিত শীর্ষ নেতৃত্ব। মাস তিনেক আগে শাহ বাংলা থেকে লোকসভায় ৩৫টি আসনে জেতার ডাক দিয়েছিলেন। কিন্তু পঞ্চায়েতের ফলাফল তেমন ইঙ্গিত দিতে পারেনি কেন্দ্রীয় নেতৃত্বকে। রাজ্য বিজেপি নেতারা বারবার সন্ত্রাসকে হাতিয়ার করে সাংগঠনিক ব্যর্থতা আড়ালের চেষ্টা করলেও সোমবার দিল্লির জোড়া বৈঠকে সুকান্ত-শুভেন্দুদের প্রশ্নবাণে জর্জরিত হতে হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

BJP In West Bengal : কারও ‘সেটিং’, কেউ সতর্ক
দলীয় সূত্রে খবর, বৈঠক থেকে ২০২৪ লোকসভা ভোটে বাংলার জন্য রুটম্যাপ তৈরি করে দেবেন শাহরা। সুকান্ত-শুভেন্দুর সঙ্গে দিল্লির দু’টি বৈঠকে হাজির থাকবেন রাজ্য বিজপির সাধারণ সম্পাদক (সাংগঠনিক) অমিতাভ চক্রবর্তীও।

BJP In West Bengal : সাত সুরের গুঁতোয় বেসুরেই বাজছে বঙ্গ বিজেপির সরগম
বৈঠককে কটাক্ষ করতে অবশ্য ছাড়েনি বিরোধীরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে। তাই হয়তো দিল্লি ডেকে সুকান্ত-শুভেন্দুকে বকাবকি করবেন শাহরা।’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, ‘আমিত শাহ বাংলার বিজেপি নেতাদের চেনেন কি না, সন্দেহ আছে। ওঁরা দিল্লিতে ঘুরে বেড়ান। শাহ দেখা করতে চান না বলেই শুনেছি। বঙ্গ-বিজেপির এখন উচিত, গঙ্গার ঘাটে বসে কঙ্গো বাজানো।’

২০২৫-এ দেশজুড়ে ঘটা করে সংগঠনের শতবর্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে আরএসএস। সব রাজ্যেই এই উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। গেরুয়া শিবিরের একাংশের ব্যাখ্যায়, সে কারণেই আরএসএস নেতৃত্ব সোমবার বঙ্গ-বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *